হুমায়ুন কবীর Vs ভারতীয় ঘোষ: ডেবরায় মুখোমুখি দুই প্রাক্তন IPS!

হুমায়ুন কবীর Vs ভারতীয় ঘোষ: ডেবরায় মুখোমুখি দুই প্রাক্তন IPS!

নয়াদিল্লি:  শনিবার দিল্লি থেকে বাংলায় প্রথম দু’দফায় প্রার্থী ঘোষণা করল বিজেপি৷ এবারের ভোটে সবচেয়ে হাইভোল্টেজ হয়ে উঠেছে নন্দীগ্রাম৷ কারণ এই কেন্দ্র থেকেই সম্মুখ সমরে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী৷ তবে আরও একটি কেন্দ্রে হতে চলেছে কড়া টক্কর৷ সেটি হল ডেবরা৷ এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীর৷ অন্যদিকে, বিজেপি’র টিকিটে এই কেন্দ্রের প্রার্থী প্রাক্তন আমলা ভারতী ঘোষ৷ 

আরও পড়ুন-  প্রার্থী ঘোষণা বিজেপি’র, হাইভোল্টেজ নন্দীগ্রামে সম্মুখ সমরে মমতা-শুভেন্দু

প্রসঙ্গত, ক’দিন আগেই চাকরি থেকে অবসর নিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন হুমায়ুন কবীর৷ অন্যদিকে, ২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপি’তে যোগ দেন একদা মমতা ঘনিষ্ঠ ভারতী ঘোষ৷ লোকসভা ভোটেও বিজেপি’র প্রার্থী হয়েছিলেন তিনি৷ ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ভারতী৷ কিন্তু লোকসভায় তিনি পরাজিত হন৷ বিধানসভা কেন্দ্রে ফের প্রার্থী করা হল তাঁকে৷ ফলে ডেবরা কেন্দ্র মুখোমুখি লড়াইয়ে নামতে চলছেন প্রাক্তন দুই পুলিশ অফিসার৷  

হুমায়ন কবীর ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার৷ তিনি বরাবরই শাসক দলের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন৷ একই ভাবে এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের মানুষ ছিলেন ভারতী ঘোষ৷ তিনি ছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার৷ অনেকের কাছেই তিনি পরিচিত ছিলেন জঙ্গল মহলের ‘মা’ হিসাবে৷ পরে তৃণমূলের সঙ্গে ভারতী ঘোষের দূরত্ব বাড়ে৷ এক সময় তাঁকে গ্রেফতার করতে মরিয়া হয়ে উঠেছিল রাজ্য পুলিশ৷ পরে তিনি দল বদলে বিজেপি’তে নাম লেখান৷ 

আরও পড়ুন- ‘‘বিধান পরিষদ আদৌ হবে কি?’’ মমতার আশ্বাসে খোঁচা সোনালীর

আগে থেকেই ঠিক ছিল, একুশের ভোটে ভারতী ঘোষকে পশ্চিম মেদিনীপুরেরই কোনও একটি কেন্দ্র থেকে টিকিট দেওয়া হবে৷ ডেবরায় হুমায়ুন কবীরের নাম ঘোষণার পরই তাঁকে ডেবরা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল বিজেপি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − four =