প্রার্থী ঘোষণা বিজেপি’র, হাইভোল্টেজ নন্দীগ্রামে সম্মুখ সমরে মমতা-শুভেন্দু

প্রার্থী ঘোষণা বিজেপি’র, হাইভোল্টেজ নন্দীগ্রামে সম্মুখ সমরে মমতা-শুভেন্দু

কলকাতা:  প্রথম দু’দফার প্রার্থী তালিকা ঘোষণায় চমক বিজেপি’র৷ নন্দীগ্রাম থেকে বিজেপি’র প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী৷ একুশের ভোটে হাইভোল্টেজ কেন্দ্র হয়ে উঠেছে নন্দীগ্রাম৷ এই কেন্দ্র থেকে আগেই লড়াই করার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফলে একুশের ভোট রণে সম্মুখ সমরে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী৷ 

আরও পড়ুন-  ‘‘বিধান পরিষদ আদৌ হবে কি?’’ মমতার আশ্বাসে খোঁচা সোনালীর

এদিন মোট ৫৭ জন প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি৷ তার মধ্যে অন্যতম হেভিওয়েট নেতা হলেন শুভেন্দু অধিকারী৷ সম্প্রতি দিল্লি গিয়ে নন্দীগ্রাম থেকে ভোটে লড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি৷ দিল্লি যাওয়ার আগে পিংলার জনসভা থেকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিলেন, ‘‘নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি হারাবই৷ দল আমাকে প্রার্থী করলেও হারাব৷ প্রার্থী না করলেও হারাব৷’’ তাঁর ইচ্ছায় সিলমোহর দিয়েই নন্দীগ্রামের টিকিট দেওয়া হল শুভেন্দুকে৷ 

শুক্রবারই নন্দীগ্রাম থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যাপাধ্যায়৷ পর দিনই নন্দীগ্রাম কেন্দ্রে ঘোষণা হল শুভেন্দু অধিকারীর নাম৷ ফলে একুশের ভোটে নন্দীগ্রামে হাইভোল্টেজ ম্যাচ হতে চলেছে৷ 

গতমাসে নন্দীগ্রামের জনসভা থেকে মাস্টারস্ট্রোক হাঁকিয়ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেছিলেন, ‘‘নন্দীগ্রাম আমার কাছে লাকি৷ এখান থেকেই ২০২১ এ জিতবে তৃণমূল৷ কারও নাম বলছি না৷ এখানে এমন একজনকে দেব যিনি সত্যিকারে আপনাদের পাশে থেকে কাজ করবে৷ এখান থেকে আমি দাঁড়ালে কেমন হয়৷’’ এর পরেই শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিলেন, এই কেন্দ্র থেকে বিজেপি’র যেই প্রার্থী হোন না কেন, তাঁকে ৫০ হাজার ভোটে হারাব৷ অন্যদিকে, তাঁকে হারানোর পাল্টা চ্যালেঞ্জ ছোঁড়েন শুভেন্দু৷ 

আরও পড়ুন-  রাজ-কেন্দ্রে বিদ্রোহ, প্রার্থী তালিকা প্রকাশ হতেই ‘গৃহযুদ্ধ’ ঘাসফুলের অন্দরে, দলত্যাগের হুঙ্কার

২০০৭ সাল থেকে নন্দীগ্রামে জমি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন শুভেন্দু৷ নন্দীগ্রামের মুক্তি সূর্য হয়ে ২০০৯ সালে এই কেন্দ্রে ভোট পরিচালনার দায়িত্ব দেওয়া হয় তাঁকে৷ ২০১৯ সালের ডিসেম্বর মাসে অমিত শাহের হাত ধরে গেরুয়া হন তিনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 12 =