কাঁথি: তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে শুভেন্দু অধিকারী বিজেপি’তে যোগদানের পর বুধবার ‘অধিকারী গড়’ কাঁথিতে সভা করেন সৌগত রায় ও ফিরহাদ হাকিম৷ কিন্তু তাঁদের সভা শেষে শুরু হয় তৃণমূলের কোন্দল৷ দেশপ্রাণ ব্লকের নেতা তরুণ জানার নাম ঘোষণা না হওয়ায় বিক্ষোভ দেখান তাঁর অনুগামীরা৷
আরও পড়ুন- আদালতের হস্তক্ষেপ, অন্তঃসত্ত্বা নাবালিকাকে বিয়ে করল প্রেমিক
তৃণমূল নেতৃত্বের দাবি, দেরি করে আসায় ভুলবশত তালিকা থেকে নাম বাদ পড়েছিল তরুণ জানার৷ সে কারণেই এই বিভ্রান্তি৷ অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতা তরুণ জানার বক্তব্য, বিভিন্ন কাজ থাকায় দেরি হয়েছে৷ এদিন কাঁথির জনসভা থেকে ফিরহাদ হাকিম ও সৌগত রায় বেরিয়ে যাওয়ার পরই তৃণমূল কংগ্রেসের একাংশ মঞ্চে উঠে বিক্ষোভ দেখাতে শুরু করে৷ তাঁদের অভিযোগ, দেশপ্রাণ ব্লকের অন্যতম নেতা তথা টিম দেশপ্রাণের নেতৃত্বে থাকা তরুণ জানার নাম ঘোষনা করা হয়নি৷ প্রসঙ্গত, শুভেন্দু অনুগামীদের বিরুদ্ধে এই তরুণ জানার নেতৃত্বেই ময়দানে নেমেছিল টিম দেশপ্রাণ৷
আরও পড়ুন- শাহ-নাড্ডাই নন, আসবেন নমো, ২৯৪ আসনে ২৯৪ নেতাকে দিয়ে প্রচারের কৌশল বিজেপি’র
তাঁদের দাবি, এদিনের সমাবেশে তরুণ জানাই প্রচুর লোক এনেছিলেন৷ কিন্তু তাঁর নাম মঞ্চ থেকে বলা হয়নি৷ এর পর পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন অখিল গিরি৷ এদিনের ঘটনার জন্য মূলত তাঁর বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিয়েছিল তরুণ অনুগামীরা৷ তিনি মঞ্চে এসে বলেন, তাঁদের কিছু করার ছিল না৷ ফিরহাদ হাকিমের কাছে যে চিরকূট দেওয়া হয়েছিল তাতে তরুণ জানার নাম লেখা ছিল না৷ সে কারণেই ফিরহাদ হাকিম তরুণ জানার নাম উল্লেখ করেননি৷ তরুণ জানা জানান, এদিন জনসভায় উপস্থিত ৮০ শতাংশ মানুষই তাঁর অনুগামী ছিলেন৷ তাঁর নাম উল্লেখ না করাতেই বিক্ষোভ দেখান তাঁরা৷