নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস৷ অন্তঃসত্ত্বা কিশোরী৷ ৷কিশোরীকে বিয়ে করতে অস্বীকার যুবকের৷ অবশেষে আদালতের হস্তক্ষেপে অন্তঃসত্ত্বা কিশোরীর সঙ্গে বিয়ে হল প্রেমিক যুবকের। ঘটনাটি ঘটেছে বুধবার বীরভূমের সিউড়ি আদালতে। শরীয়তী আইন অনুসারে বিবাহ সম্পন্ন হওয়ার পর জামিনে মুক্তি পান অভিযুক্ত প্রেমিক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিউড়ি থানার আলুন্দা গ্রামে নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিয়মিত সহবাস করার অভিযোগ ওঠে একজন যুবকের বিরুদ্ধে। এরপর মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে প্রেমিকাকে বিয়ে করতে অস্বীকার করে ওই অভিযুক্ত যুবক। সেই সময় মেয়েটি ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিল। অক্টোবর মাসে ওই নাবালিকা মেয়ের পক্ষ থেকে সিউড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় যুবকের বিরুদ্ধে। এরপর পুলিশ অভিযোগ পাওয়ার পর গ্রেপ্তার করে যুবককে। পরে অন্তঃসত্ত্বা নাবালিকার তাঁর গর্ভস্থ সন্তানের কথা ভেবে বিয়ের প্রস্তাব দেওয়া হয় অভিযুক্ত প্রেমিককে এবং সেই প্রেমিক রাজি হয়ে যায়।
বিয়ের ব্যাপারে বিচারকের কাছে আবেদন করা হয়। বিচারক তাতে সম্মতি দিলে সিউড়ি আদালতে তাদের বিবাহ সম্পন্ন হয়। অপরদিকে অভিযুক্ত যুবকে ২০০০ টাকার বন্ডে জামিন দেয় বিচারক।