কলকাতা: বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট পর্ব ইতিমধ্যেই মিটেছে। এই দুই পর্বে বিক্ষিপ্তভাবে একাধিক অশান্তির ঘটনা সামনে এসেছে। বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছে। যদিও সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এই সমস্ত অভিযোগ জানাতে এদিন নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। সেই দলে ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। প্রথম দু’দফার নির্বাচন নিয়ে একাধিক অভিযোগের ব্যাপারে এদিন নির্বাচন কমিশনে হাজির হন তাঁরা।
এদিন সুব্রত মুখোপাধ্যায় বলেন, প্রথম দফার নির্বাচনের যে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে সেই প্রেক্ষিতে অসংখ্য অভিযোগ পেয়েছেন তাঁরা। সাধারণ মানুষের মূল অভিযোগ কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে তারা বিজেপির হয়ে ভোটারদের প্রভাবিত করছে। বিজেপির হয়ে ভোট দিতে বলা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী তরফে। যদিও তৃণমূল জানিয়েছে, কমিশনে একাধিক অভিযোগ জানিয়েও আপাতত কোনো ফল মেলেনি। তাই আজ একবার ফের নির্বাচন কমিশনে এসে এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে এই দুই দফার নির্বাচনের ঠিক কোন কোন বুথে সবচেয়ে বেশি গন্ডগোল হয়েছে, তার তালিকাও নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে তাদের তরফে।
আরও পড়ুন- দীপক হালদারের উপর হামলা, বিজেপি’র বিক্ষোভে উত্তপ্ত ডায়মন্ডহারহার
এদিকে বিজেপি দাবি করেছে যে প্রথম দুই দফার ভোটে তারা কমপক্ষে ৫৬ টি আসন পেতে চলেছে! সেই বিষয়ে প্রশ্ন করা হলে সুব্রত মুখোপাধ্যায় জানান, বিজেপির নেতারা রাজনীতি ছেড়ে দিয়ে জ্যোতিষ হয়ে যেতে পারেন। রাজনীতি করার কোন দরকার নেই, তারা হাত গুনুন।