খেলছে গোটা রাজ্য, খেলা হবে দিবসে ত্রিপুরায় ফুটবলে কিক প্রসূন-অর্পিতাদের

খেলছে গোটা রাজ্য, খেলা হবে দিবসে ত্রিপুরায় ফুটবলে কিক প্রসূন-অর্পিতাদের

কলকাতা: আজ রাজ্যজুড়ে পালিত হচ্ছে ‘খেলা হবে’ দিবস৷ তবে শুধু বাংলা নয়, দেশের বিভিন্ন প্রান্তে খেলা হবে দিবস সফল করতে কোমড় বেঁধে নেমেছে তৃণমূল৷ খেলা জমে উঠেছে ত্রিপুরাতেও৷ তবে পাল্টা খেলা হবে দিবসের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি৷ 

আরও পড়ুন- তৃণমূলে যোগ দিচ্ছেন রাহুল ঘনিষ্ট সুস্মিতা? লিখলেন সোনিয়াকে চিঠি

বিধানসভা ভোটের আগে ‘খেলা হবে’ স্লোগান ছিল তৃণমূলের ধারাল অস্ত্র৷ এই অস্ত্র হাতেই প্রচারে ঝড় তুলেছিল রাজ্যের শাসক দল৷ তৃতীয়বার ক্ষমতায় আসার পরেই এই স্লেগানটি স্মরণীয় করে রাখতে ১৬ অগাস্ট ‘খেলা হবে’ দিবস পালনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে বাংলা জয়ের পর তৃণমূলের নজর এখন ত্রিপুরায়৷ উত্তরপূর্বের এই রাজ্য দখলে তাই ঝাঁপিয়ে পড়েছে ঘাসফুল শিবির৷ সে রাজ্যেও পালিত হচ্ছে খেলা হবে দিবস৷ আজ সকালে আগরতলার উত্তর বনমালীপুর থেকে ফুটবল খেলতে খেলতে মিছিল করে করেন তৃণমূল নেতানেত্রীরা৷ স্লোগান ওঠে ‘খেলা হবে’৷ মিছিলে পা মেলান শান্তনু সেন, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অর্পিতা ঘোষ, আবীর রঞ্জন বিশ্বাসরা৷

এদিন ফুটবল পায়ে নেমে পড়েন ফুটবলার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়৷ প্রসূন ছাড়াও আগরতলা ময়দানে খেলতে দেখা যায় সাংসদ আবু তাহের ও সাংসদ অর্পিতা ঘোষকে৷ ত্রিপুরার একাধিক জায়গায় খেলা হবে কর্মসূচি পালন করা হচ্ছে বলে তৃণমূলের দাবি৷ তবে তাঁরা যে এই কর্মসূচি পালন করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন, সেই দাবিও জানানো হয়েছে৷ তবে সব উপেক্ষা করেই জার্সি গায়ে সকাল থেকে মাঠে নেমে পড়েন তৃণমূল সাংসদরা৷ আগরতলার প্রাণকেন্দ্র আস্তাবল মাঠ যা স্বামী বিবেকানন্দ স্টেডিয়াম মাঠ বলেই পরিচিত, সেখানে ফুটবল খেলতে শুরু করেন তাঁরা৷ 

আরও পড়ুন- বাঁকুড়ার এই জঙ্গলে প্রস্তুতি নিতেন ক্ষুদিরাম! বাংলার বিপ্লবীদের এক সময়ের গোপন শিবির!

এদিকে খেলা হবে কর্মসূচি চলছে উত্তরপ্রদেশেও৷ তবে গুজরাতে অনুমতি পাওয়ার পরেও খেলা হল না তৃণমূলের৷ গুজরাতের গোধরায় ‘খেলা হবে’ দিবস উপলক্ষ্যে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল৷ কিন্তু খেলা শুরুর মাত্র ২৪ ঘণ্টা আগে গোধরার সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ জানায়, কোভিড পরিস্থিতির কারণে ম্যাচের অনুমতি বাতিল করা হচ্ছে৷ তৃণমূলের দাবি, বিজেপি’র চাপেই অনুমতি বাতিল করেছে স্কুল কর্তৃপক্ষ৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 2 =