কলকাতা: ফের কংগ্রেসে ভাঙন৷ এবারদল ছাড়লেন কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী তথা ৪বারের সাংসদ সুস্মিতা দেব৷ সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখে দলের সদস্যপদ ছাড়ার ঘোষণা করেছেন প্রাক্তন এই সাংসদ৷ তবে, দল ছাড়ার কোনও কারণ চিঠিতে উল্লেখ করেননি তিনি৷
সূত্রের খবর, কলকাতা থেকেই সোনিয়াকে চিঠি পাঠিয়ে প্রাক্তন কংগ্রেস নেত্রী৷ সবকিছু ঠিকঠাক থাকলে দেখা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে৷ জল্পনা তৈরি হয়েছে, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করতে পারেন তিনি৷ সংক্ষিপ্ত চিঠিতে সোনিয়া গান্ধীকে সুস্মিতা জানিয়েছেন, ৩০ বছর ধরে তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত৷ দলের হয়ে কাজ করেছেন৷ তাঁকে এই সুযোগ দেওয়ার জন্য সোনিয়া গান্ধীকে ধন্যবাদ জানিয়েছেন৷
কে এই সুস্মিতা দেব? সুস্মিতা বর্ষীয়ান কংগ্রেস নেতা সন্তোষ মোহন দেবের মেয়ে৷ ২০১৪ সালে শিলচর থেকে সাংসদ হিসাবে নির্বাচিত হন তিনি৷ ওই আসনটি তাঁর পরিবারের শক্ত গড় হিসেবে পরিচিত৷ ছিলেন রাহুল গান্ধীর ঘনিষ্ট৷