দলবদলুদের ঘরওয়াপসি, গঙ্গার জল ছিটিয়ে চলছে BJP কর্মীদের শুদ্ধিকরণ !

দলবদলুদের ঘরওয়াপসি, গঙ্গার জল ছিটিয়ে চলছে BJP কর্মীদের শুদ্ধিকরণ !

কলকাতা: ভোটের আগে রাজ্য রাজনীতিতে উঠেছিল দল বদলের হিড়িক৷ তৃণমূল ছেড়ে ঝাঁকে ঝাঁকে নেতা কর্মীরা যোগ দিয়েছিলেন গেরুয়া শিবিরে৷ কিন্তু ভোটের ফল প্রকাশিত হওয়ার পর থেকেই বইছে উল্টো স্রোত৷ তৃণমূলে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন দলবদলুরা৷ কিন্তু দলে ফেরার আগে ‘শুদ্ধ’ হতে হতে হবে তাঁদের৷ 

আরও পড়ুন- দেবযানীর জামিনে কি আরও নিস্তেজ সারদা মামলা? মিলবে কি আমানতকারীদের সুবিচার

যাঁরা ভোটের আগে দল ছেড়েছিলেন, সহজে তাঁদের ঘরে ফেরাতে নারাজ তৃণমূল নেতারা৷ তাই দেওয়া হল তাঁদের ‘শুদ্ধ’ করার নিদান৷ হ্যাঁ, এমনটাই হচ্ছে রীবভূমের সাঁইথিয়ায়৷ নেদের নিান নেমেই বিজেপি থেকে তৃণমূলে ফিরতে চাওয়া কর্মীদের গায়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করা হচ্ছে৷ তৃণমূল নেতাদের অভিযোগ, এই সকল কর্মীরা ভোটের আগে দলের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে৷ সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে৷ যার জন্যই ভোট ভাগাভাগি হয়েছে৷ তাই ক্ষতিকারক কর্মীদের একেবারেই ফেরানো যাবে না৷ আর বাকিদের জন্য দেওয়া হয়েছে শুদ্ধিকরণের মন্ত্র৷ 

আরও পড়ুন- শর্তসাপেক্ষে জামিন পেলেন সারদা কাণ্ডের দেবযানী

নিজেদের ভুল স্বীকার করে আজ সকাল থেকেই সাঁইথিয়ার বনগ্রামে দলত্যাগী কর্মীরা তৃণমূল অফিসের সামনে ধরনায় বসেছে৷ তাঁদের দাবি, বিজেপি নেতারাই তাঁদের উস্কে নিয়ে গিয়েছিল৷ নিজেদের কাজের জন্য তাঁরা ক্ষমা প্রার্থী৷ কিন্তু অত সহজে মানতে নারাজ তারা৷ তাই ঠিক হয়, তাঁদের নিয়মেই তাঁদের সাজা দেওয়া হবে৷  ভোটের আগে তৃণমূলের এলাকায় সভা করার সময় গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করত৷ তাঁদের দেখানো পথে হেঁটেই এবার হল বিজেপি থেকে ফেরা কর্মীদের ‘শুদ্ধিকরণ’৷ সেই সঙ্গে তাঁদের কাছে জানাতে চাওয়া হয়, আর কোনও দিন বিজেপি করবে কিনা? জবাবে তাঁরা বলেন, না৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 2 =