কলকাতা: সারদা কাণ্ডে দেবযানী মুখোপাধ্যায়য়ের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর হাইকোর্টের। অসম, ভুবনেশ্বর সারদার মামলা থেকে মুক্তি না পেলেও এরাজ্যে তার বিরুদ্ধে মামলা গুলি থেকে মুক্তি দিলেন ভার প্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। সারদার টুর অ্যান্ড ট্রাভেল মামলায় জামিন মঞ্জুর করেছে আদালত। ২০১৩ সালে ২২শে এপ্রিলের গ্রেফতার করা হয় তাঁকে। ২০১৪ সালে সারদা টুর অ্যান্ড ট্রাভেল মামলায় জেল হেফাজত হয় দেবযানীর। জামিন হলেও জেল মুক্তি নাও হতে পারে তাঁর।
রাজ্যের অন্যতম বড় চিটফান্ড সারদা কেলেঙ্কারির মামলায় যাঁদের গ্রেফতার করা হয় তাঁদের মধ্যে সুদীপ্ত সেন ও দেবযানীই এখনও জেলে আছেন। কিছুদিন আগেই এই মামলা থেকে অব্যাহতি পান বর্তমান তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। এবার শর্তসাপেক্ষে জামিন মিলল অন্যতম অভিযুক্ত দেবযানীর। এই মামলাতেই বেশ কয়েকবার শুনানি পিছনোর আবেদন করেছিল সিবিআই। তাতে কলকাতা হাইকোর্ট ব্যাপক অসন্তুষ্ট হয়। এবার অবশেষে এই রাজ্যের মামলা থেকে মুক্তি দেওয়া হল দেবযানী মুখোপাধ্যায়কে। অসম এবং ভুবনেশ্বরে দেবযানীর নামে যে মামলা রয়েছে তার থেকে মুক্তি পাচ্ছেন না তিনি।