তরুণ মুখ, স্বচ্ছ ভাবমূর্তি প্রাধান্য! তৃণমূলের তালিকা নিয়ে জল্পনা বর্তমান

তরুণ মুখ, স্বচ্ছ ভাবমূর্তি প্রাধান্য! তৃণমূলের তালিকা নিয়ে জল্পনা বর্তমান

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা তৈরি করতে তৃণমূল কংগ্রেস তরুণ মুখ ও স্বচ্ছ ভাবমূর্তির উপরে জোর দিয়েছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্য আজ কালীঘাটে তার নিজের বাসভবনে আয়োজিত দলের নির্বাচন সংক্রান্ত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে প্রবীণ বিধায়কদের পুনরায় টিকিট দেওয়া হবে কিনা সেই বিষয়ে দলনেত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে দলের নেতা সুব্রত মুখার্জি জানিয়েছেন। যদিও আজ প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার কোন সম্ভাবনা নেই বলে ইতিমধ্যেই জানা গিয়েছে। কৌতুহল বাড়িয়ে ঘোষণা করা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই ঠিক সময় মত প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে।

আরও পড়ুন: ফের বাড়ল রান্নার গ্যাসের দাম! মধ্যবিত্ত হেঁশেলে আগুন লাগাচ্ছে LPG

এদিকে জানা গিয়েছে, এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থীদের তালিকা তৃণমূল কংগ্রেস গুরুত্ব দিচ্ছে তরুণ মুখ এবং স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিত্বদের। তৃণমূল সূত্রের খবর, আসন্ন বিধানসভায় দলের প্রার্থী হতে পারেন দেবাংশু ভট্টাচার্য থেকে শুরু করে তৃণাঙ্কুর। এর পাশাপাশি দলে সুযোগ দেওয়া টলিউড তারকাদের মধ্যে অনেকেই প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বলে খবর। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম, রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক থেকে শুরু করে মনোজ তেওয়ারি, সৌমিক দে। একই সঙ্গে যাদের বয়স ৮০ পেরিয়ে গিয়েছে, তাদের প্রার্থী না করা হতে পারে বলেই সূত্রের খবর। তাই এই সিদ্ধান্ত চূড়ান্ত হলে রবিরঞ্জন চট্টোপাধ্যায় থেকে শুরু করে জটু লাহিড়ী কেউই আসন্ন বিধানসভার প্রার্থী হচ্ছেন না। 

আরও পড়ুন: ব্রিগেডে মোদী-ঝড় তুলতে দিলীপের টার্গেট ১৫ লক্ষ জমায়েত! বাতিল শাহের সফর

এদিকে আজ প্রার্থী ঘোষণা না হলেও সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় একযোগে আক্রমণ করেছেন কংগ্রেস এবং সিপিএমকে। সুব্রত মুখোপাধ্যায় উল্লেখ করলেন, তারা সিপিএম বিরোধী, কংগ্রেসের সঙ্গে অবশ্যই নীতিগত বিরোধ রয়েছে, কিন্তু তারা একটা বিষয়ে প্রথম থেকেই বলতেন যে, এই দুটি দল আর যাই হোক জাতপাতের রাজনীতি করে না। কিন্তু গতকাল যে ঘটনা ঘটেছে তার পরে হলফ করে বলা যায়, সিপিএম এবং কংগ্রেস দুটি দল আর জাতপাতহীন দল নয়। গতকাল এই ঘটনা বা দুর্ঘটনা জনসমক্ষে প্রতিষ্ঠা করেছে তারা, এমনই মত সুব্রতর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *