ব্রিগেডে মোদী-ঝড় তুলতে দিলীপের টার্গেট ১৫ লক্ষ জমায়েত! বাতিল শাহের সফর

ব্রিগেডে মোদী-ঝড় তুলতে দিলীপের টার্গেট ১৫ লক্ষ জমায়েত! বাতিল শাহের সফর

কলকাতা: বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর বাংলায় প্রচারের ঝড় তুলতে চলেছে ভারতীয় জনতা পার্টি৷ ৭ মার্চ ব্রিগেড ময়দানে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেখান থেকেই বিজেপির নির্বাচনী প্রচার শুরু করবেন তিনি৷ তাই এই জনসভাকে ঐতিহাসিক রূপ দিতে তত্পর বঙ্গ বিজেপি৷ রবিবার বামেদের ব্রিগেড সমাবেশের পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি প্রায় ১০ থেকে ১৫ লক্ষ লোকের সমাবেশ হবে মোদীর সভায়৷ সূত্রের খবর, মোদীর এই সভাকে সেই মাইলেজ দেওয়ার জন্যই আপাতত বঙ্গসফর স্থগিত রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এবার ব্রিগেডে মোদীর সভাকে ঘিরে তত্পরতা শুরু হয়েছে গিয়েছে বিজেপির তৃণমূল স্তরেও৷ 

লোকসভা নির্বাচনের আগেও ব্রিগেডে জনসভা করেছিলেন মোদী৷ সেই সভায় রীতিমত উচ্ছসিত ছিলেন নমো৷ এরপরই লোকসভায় বাংলায় ১৮টি আসনে পদ্ম ফুটেছে৷ এবার রাজ্যে ভোট ঘোষণার পর এই জনসভা দিয়েই বাংলায় প্রচার শুরু করবেন মোদী। তাই এবারের ব্রিগেডও অত্যন্ত গুরুত্পূর্ণ বিজেপির কাছে। এই জনসভা ঐতিহাসিক হবে বলে দাবি করছেন দিলীপ ঘোষ৷ হাতে আর মাত্র ৭ দিন৷ তাই জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি৷

রবিবার বাম-কংগ্রেস ও আইএসএফের যৌথ ব্রিগেড সমাবেশে মানুষের ঢল ছিল দেখার মত৷ মঞ্চ থেকে আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকি দাবি করেছিলেন আরও কিছুদিন আগে তাঁর আসা নিশ্চিত হলে তিনি পুরো মাঠ আরও লোক এনে ভরিয়ে দিতেন৷ যদি বামেদের এই ব্রিগেডকে কমিউনাল বলেই তোপ দেগেছেন বিজেপির রাজ্য সভাপতি৷ দিলীপ ঘোষের কথায় ‘কমিউনাল সেকুলার অ্যালায়েন্স র‍্যালি’৷ এদিকে আগামীকালই উত্তরবঙ্গে ভোট প্রচারে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ যা ঘিরেও প্রস্তুতি তুঙ্গে৷ সেই সমাবেশকে বড় রূপ দেওয়ার চেষ্টা করছে বিজেপি৷ তবে ব্রিগেডের ঐতিহাসিক সভা থেকে মোদী কি বার্তা দেবেন এখন তারই অপেক্ষা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − sixteen =