ফের বাড়ল রান্নার গ্যাসের দাম! মধ্যবিত্ত হেঁশেলে আগুন লাগাচ্ছে LPG

রান্নার গ্যাসের মোট বর্ধিত দাম হয়ে গেল ৯০০ টাকার কাছাকাছি

নয়াদিল্লি: পেট্রোল ডিজেল হোক বা রান্নার গ্যাস, মূল্যবৃদ্ধির জ্বালায় জ্বলছে গোটা দেশ। গত কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত বেড়ে চলেছে গ্যাস সিলিন্ডারের দাম, যার জেরে কার্যত নাভিশ্বাস উঠছে মধ্যবিত্ত হেঁশেলের। দিকে দিকে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য অসন্তোষ বাড়তে থাকলে পরিস্থিতির উন্নতি হচ্ছে না। বর্ধিত দামের ধারা বজায় রেখেই রবিবার রাতে গ্যাসের নতুন দাম ঘোষণা করল রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি।

আজ অর্থাৎ ১ মার্চ থেকে রান্নার গ্যাসের নতুন বর্ধিত মূল্য কার্যকর হবে। জানা গেছে বর্তমান দামের চেয়ে আরো ২৫ টাকা বেড়ে গেছে গ্যাস সিলিন্ডারের দাম। অর্থাৎ সোমবার থেকে ভর্তুকিহীন 14.2 কিলো LPG-র মোট দাম হতে চলেছে ৮৪৫ টাকা ৫০ পয়সা। দামের পারদ আরো চড়বে কিনা তা নিয়ে রীতিমতো আতঙ্কিত সাধারণ মানুষ।

বস্তুত, রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলি সাধারণত প্রতি মাসের ১ তারিখ রান্নার গ্যাসের দাম পরিমার্জন করে। যদিও কোনো কোনো ক্ষেত্রে এর ব্যতিক্রমও দেখা যায়। কিন্তু এবার বিষয়টি আলাদা। গত মাসেই পরপর তিনবার গ্যাসের দাম বেড়েছে। শেষ বার ২৫ ফেব্রুয়ারি অর্থাৎ মাত্র পাঁচ দিন আগেই LPG সিলিন্ডারের দাম বেড়েছিল ২৫ টাকা। এর পর ফের গতকাল মূল্যবৃদ্ধির কথা ঘোষণা করে সংস্থাগুলি। বলা বাহুল্য মূল্যবৃদ্ধির এই বাড়বাড়ন্ত মোটেই ভালো চোখে দেখছে না সাধারণ মানুষ।

গত মাসে তিন দফায় সিলিন্ডারের দাম বেড়েছে মোট ১০০ টাকা। প্রথম দফায় ২৫ টাকা, দ্বিতীয় দফায় ৫০ টাকা, তৃতীয় দফার ফের ২৫ টাকা বাড়ার পর গত মাসের শেষদিন আরো ২৫ টাকা বাড়িয়ে দেওয়া হল গ্যাসের দাম। অর্থাৎ ৩০ দিনেরও কম সময়ে রান্নার গ্যাস ১২৫ টাকা মূল্যবৃদ্ধির সাক্ষী থাকল। উল্লেখ্য, বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহৃত গ্যাসের মূল্যবৃদ্ধিও এ প্রসঙ্গে চোখে পড়ার মতো। সেক্ষেত্রে ১৯ কিলোগ্রাম LPG-র দাম আজ থেকে হচ্ছে ১৬৮১ টাকা ৫০ পয়সা। এক ধাক্কা ৯৭.৫০ টাকা বৃদ্ধি পেয়েছে এই দামও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 14 =