‘‘চুরি করা চাল দিয়েই হচ্ছে ‘মা’ প্রকল্প”! ফের বিস্ফোরক শুভেন্দু

‘‘চুরি করা চাল দিয়েই হচ্ছে ‘মা’ প্রকল্প”! ফের বিস্ফোরক শুভেন্দু

কলকাতা: ভোটের আগে একের পর এক নতুন প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুয়ারে সরকার, স্বাস্থ্য সাথীর পর রাজ্য সরকারি প্রকল্পের তালিকায় নতুন সংযোজন ‘মা’ প্রকল্প। গরীব মানুষের সহায়তার জন্য মাত্র ৫ টাকায় ডিম ভাত খাওয়ানোর যে উদ্যোগ গ্রহণ করেছে তৃণমূল সরকার, এবার তাকেই তীব্র কটাক্ষে বিদ্ধ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। 

আরও পড়ুন-  ‘মা কিচেনে’ আধখানা ডিম! প্রথম দিনেই গুরুতর অভিযোগ চন্দননগরে

করোনাকালে লকডাউন চলাকালীন সময়ে শাসকদলের বিরুদ্ধে চাল চুরির অভিযোগ তুলেছিল গেরুয়া শিবির, সেই সূত্র ধরেই এদিন ফের তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু অধিকারী। ‘মা’ প্রকল্পের প্রসঙ্গে তিনি বলেন, “লকডাউনে চাল চুরি করেছিল, এখন সেটাই খাওয়াচ্ছে।” এরপর কর্মসংস্থান নিয়েও ফের একবার সরকারকে এক হাত নেন প্রাক্তন পরিবহন মন্ত্রী। তাঁর কটাক্ষ, “বাংলায় ২ কোটি বেকার রয়েছেন, তাঁরা চাকরি চান, ডিম ভাত নয়।”

বস্তুত, তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়ার পর থেকেই পুরোনো দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন শুভেন্দু অধিকারী।এদিন স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্পকেও চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন তিনি। তৃণমূল সরকারের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, “৫ টাকায় খাওয়াতে হবে কেন? রাজ্যের সমস্ত বেকারকে কাজ দেওয়া হোক। ৩০ লক্ষ পরিযায়ী শ্রমিককে কেন বাইরে কাজ করতে যেতে হবে?” পাশাপাশি গঙ্গার দুই পাড়ে বন্ধ পড়ে থাকা কারখানা খোলার দাবিও জানিয়েছেন তিনি। 

আরও পড়ুন- পুরোহিত নয়, ‘অ-‌হিন্দু’ সামিয়ার সরস্বতী বন্দনা!

‘মা’ প্রকল্পের উদ্যোগ সম্বন্ধে এদিন শুভেন্দু অধিকারী বলেন, পায়ের তলার মাটি সরে যাচ্ছে দেখেই এই সমস্ত কাজ করছে তৃণমূল। নবান্ন অভিযান যোগ দেওয়া বাম নেতা মইদুল ইসলামের মৃত্যু প্রসঙ্গেও এদিন দুঃখপ্রকাশ করতে শোনা গেছে নন্দীগ্রামের নেতাকে। 

উল্লেখ্য, ‘মা’ প্রকল্প নিয়ে এদিন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন বাম-কংগ্রেস জোট নেতৃত্বও। কোথা থেকে এই প্রকল্পের টাকা আসবে জানতে চান তাঁরা। তাঁদের মতে ভোটের আগে জনগণকে ধাপ্পাবাজি দেওয়া হচ্ছে ডিম ভাতের নামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *