‘মা কিচেনে’ আধখানা ডিম! প্রথম দিনেই গুরুতর অভিযোগ চন্দননগরে

‘মা কিচেনে’ আধখানা ডিম! প্রথম দিনেই গুরুতর অভিযোগ চন্দননগরে

61d2e7c0b53191fe81f4b42b5a646298

চন্দননগর: গতকাল থেকে শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর ‘মা’ প্রকল্প। মাত্র ৫ টাকায় ডাল-ভাত-সবজি ও ডিমের তরকারি খাওয়ার এই অভিনব সুযোগ হাতছাড়া করছেন না অনেকেই। ফলে ভোটের আগে রাতারাতি জনপ্রিয় সরকারের এই নতুন প্রকল্প। কিন্তু এই প্রকল্পেও প্রথম দিনেই খানিক তাল কাটল। গুরুতর অভিযোগ উঠল চন্দননগরে।

আরও পড়ুন-  পুরোহিত নয়, ‘অ-‌হিন্দু’ সামিয়ার সরস্বতী বন্দনা!

মুখ্যমন্ত্রী ঘোষিত ‘মা’ প্রকল্পে গ্রাহকদের জন্য বরাদ্দ করা হয়েছে আধখানা ডিম, এমনই অভিযোগে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে চন্দননগরের এক কেন্দ্রে। অভিযোগ, প্রথম দিনে যাঁরাই খাবার নিতে গিয়েছিলেন সকলকেই দেওয়া হয়েছে আধখানা ডিম। গোটা ডিম কারোর ভাগ্যে জোটে নি। সরকারি ডিম কারচুপি করে হাতিয়ে নেওয়াই কি এর পিছনে উদ্দেশ্য? উঠেছে প্রশ্ন। 

আধখানা ডিম দেওয়ার কথা অস্বীকার করেনি চন্দননগর কর্পোরেশন। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে পৌরনিগমের কমিশনার স্বপন কুন্ডুর সাফাই, “ভুল বোঝাবুঝির কারণে এমন কাণ্ড ঘটেছে। তবে তা মিটে গেছে। আগামীকাল থেকে সকলেই নির্ধারিত গোটা ডিম পাবেন।” জানা গেছে, প্রথম দিন চন্দননগর কর্পোরেশন রবীন্দ্রভবনের জাহ্নবী নিবাসে রাজ্য সরকারের ‘মা’ প্রকল্পে খাবার পেয়েছেন মোট ৫০ জন। প্রকল্পের সূচনা হিসেবে দেওয়া হয়েছিল কুপনও। কিন্তু প্রত্যেকেই পেয়েছেন আধখানা করে ডিম। 

বস্তুত, রাজ্যের দুঃস্থ আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে সম্প্রতি ‘মা’ প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাত্র ৫ টাকায়  “মা কিচেনে” পেট ভরে ডাল-ভাত-সবজি ও ডিমের তরকারি খাওয়ানো হচ্ছে। ১৫ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ভার্চুয়াল মাধ্যমে কলকাতাসহ ২৭টি জায়গায় এই প্রকল্পের উদ্বোধন করেছেন। কিন্তু ভোটের মুখে নতুন সরকারি প্রকল্পকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। কোথা থেকে সরকারের কাছে এই প্রকল্পের টাকা আসছে সে কথাও জানতে চেয়েছেন তাঁরা। 

আরও পড়ুন- তৃণমূলে ‘কামব্যাক’ জিতেন্দ্রর! ভোটের মুখে পেলেন বড় দায়িত্ব

তবে বিরোধিতা সত্ত্বেও প্রথম দিনে রাজ্যে ‘মা’ প্রকল্পে যে সাড়া পাওয়া গেছে তা নিঃসন্দেহে অভূতপূর্ব। সস্তায় পেট ভরে খাবার পেয়ে মানুষও অভিভূত হয়েছেন। খাবার স্বাদ এবং মান নিয়েও অভিযোগ করেননি কেউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *