শুভেন্দু ‘গেরুয়া’ হতেই ‘মিরজাফর’-এক তকমা, অশান্তির আগুন মেদিনীপুরে

শুভেন্দু ‘গেরুয়া’ হতেই ‘মিরজাফর’-এক তকমা, অশান্তির আগুন মেদিনীপুরে

মেদিনীপুর: শুভেন্দুর রাজনৈতিক অবস্থান নিয়ে ধোঁয়াশা কাটতেই তুলকালাম পূর্ব মেদিনীপুরে৷ কোথাও তাঁকে ‘মিরজাফর’ আখ্যা দেওয়া হল৷ কোথাও আবার ছেঁড়া হল তাঁর পোস্টার৷ 

আরও পড়ুন- বাংলায় মুখ্যমন্ত্রী হবেন কে? জবাব দিলেন অমিত শাহ

শনিবার শুভেন্দু অধিকারী তৃণমূলের সঙ্গে দীর্ঘ দু’ দশকের সম্পর্ক ছিন্ন করে বিজেপি’তে যোগ দিতেই উত্তেজনা ছড়ায়৷ খেজুরি, নন্দীগ্রাম থেকে শুরু করে পটাশপুর, একাধিক জায়গায় শুভেন্দুর ছবির পাশে ‘মিরজাফর’ লিখে পোস্টার টাঙায় তৃণমূল কর্মীরা৷ আবার হলদিয়ায় ছেঁড়া হয় তাঁর পোস্টার৷ কে বা কারা এই কাজ করল তা অবশ্য এখনও অজানা৷ তবে শুভেন্দু বিজেপি’তে যোগদানের পর সব থেকে বেশি উত্তেজনা ছড়ায় হলদিয়ায়৷  সতীশ সামন্ত ভবনে শুভেন্দু অধিকারীর কার্যালয় দখল করে নেয় তৃণমূল কর্মীরা৷ শুভেন্দু রং বদলে গেরুয়া হতেই সতীশ সামন্ত ভবনে পৌঁছে যায় একদল তৃণমূল কর্মী৷ দখল করে নেওয়া হয় শুভেন্দুর কার্যালয়৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ৷ পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ 

আরও পড়ুন- ‘বুকের পাটা থাকলে ভাইপো’র নাম নিয়ে দেখান’, শুভেন্দুকে আক্রমণ কল্যাণের

এদিকে শুভেন্দু দল ছাড়ার পরেই শুরু হয়ে গিয়েছে তরজা৷ এদিন কলেজ মাঠের মঞ্চ থেকে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছিলেন শুভেন্দু৷ তোলবাজ ভাইপো হঠানোর ডাক দেন তিনি৷ বিকেলে সাংবাদিক বৈঠক ডেকে পাল্টা আক্রমণ শানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘আদর্শ নিয়ে আপনি কী বলবেন? কোন আদর্শে আপনি দল ছাড়লেন? আপনার বুকের পাটা নেই৷ আপনি কাপুরুষ বলেই ভাইপোর নাম নিতে পারলেন না। আপনার বুকের পাটা যদি থাকে তাহলে নাম নিয়ে দেখান৷’’ ‘‘আর কত সম্মান চাই? গত দশ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কোনও বৈঠকে এলেই আগে প্রশ্ন করতেন শুভেন্দু কোথায়? তিনটি মন্ত্রক দেওয়া হয়েছিল৷ একাধিক কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন৷ একাধিক জেলার অবজার্ভার৷ মুখ্যমন্ত্রীর চেয়ার দিলে তবে আপনি সম্মানিত হতেন? না হলেই অসম্মানিত?’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 6 =