বাংলায় মুখ্যমন্ত্রী হবেন কে? জবাব দিলেন অমিত শাহ

বাংলায় মুখ্যমন্ত্রী হবেন কে? জবাব দিলেন অমিত শাহ

মেদিলীপুর:  বাংলায় পরিবর্তন আনবেন বিজেপি কর্মীরা৷ ২০০ আসন নিয়ে ২০২১ সালে বাংলায় সরকার গঠন করবে বিজেপি৷ আজ মেদিনীপুরে সভামঞ্চ থেকে দলীয় কর্মীদের ফের একবার উদ্বুদ্ধ করেছেন অমিত শাহ৷ কিন্তু, বিজেপি ক্ষমতায় এলে কে হবেন বাংলার মুখ্যমন্ত্রী? এতদিন এই প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন অমিত শাহ৷ কিন্তু, শুভেন্দু অধিকারী দলে যোগ দিতেই মুখ্যমন্ত্রীর পদ নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অমিত শাহ৷ 

শনিবার পশ্চিম মেদিনীপুর সফরে গিয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ জানিয়েছেন, বাংলায় ২০০ আসন নিয়ে সরকার গঠন করবে বিজেপি৷ মুখ্যমন্ত্রী হবেন বাংলারই কোনও ভূমিপুত্র৷ তবে, সুকৌশলে মুখে কোনও নাম নেননি শাহ৷ 

সাক্ষাৎকারে শাহ বলেন, ‘আমি বাংলার দিদিকে বলতে চাই, তাঁকে হারাবেন বাংলার বিজেপি কর্মীরা৷ জয়ের পর মুখ্যমন্ত্রী কে হবেন, তা ঠিক করা হবে৷ তবে, যে বাংলার মুখ্যমন্ত্রী হবেন, তিনি হবেন বাংলার কোনও ভূমিপুত্র৷ বাংলায় বিজেপি মুখ্যমন্ত্রীর মুখ ছাড়াই ভোটে লড়বে বলেও জানিয়েছেন তিনি৷ তবে, মেদিনীপুরে দাঁড়িয়ে শুভেন্দুর দলে যোগদানের পর অমিত শাহের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ 

বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা৷ চর্চায় রয়েছে রাজ্যের এক খ্যাতনামা ক্রিকেটার থেকে শুরু করে রাজ্য সভার সাংসদ ও একজন কেন্দ্রী মন্ত্রীর নাম৷ সঙ্গে এক সাংসদের নামও রয়েছে৷ প্রাক্তন রাজ্যপালের নাম নিয়েও রয়েছে চর্চা৷ হালে আরও এক প্রাক্তন মন্ত্রীর নামও চর্চায় উঠে আসছে৷ আর এই চর্চার মধ্যে অমিত শাহের এই মন্তব্য নতুন করে জল্পনা তৈরি করেছে৷

অমিত শাহের দাবি, লোকসভা নির্বাচনে বিজেপি বাংলা থেকে ১৮টি আসন পেয়েছে৷ আগামী বছর বিধানসভা নির্বাচনে ২০০ আসন পাবেই বিজেপি৷ বাংলাকে নিয়ে কেন্দ্রীয় বিজেপির অনেক পরিকল্পনা রয়েছে বলেও জানান শাহ৷ বঙ্গ বিজেপির ইস্তেহার নিয়ে বেশ কয়েকজন কর্মীর দিনরাত পরিশ্রম করছেন বলেও জানিয়েছেন অমিত শাহ৷ জেলা থেকে গ্রাম, ইস্তেহারে সমস্ত সমস্যা বিস্তারিত তুলে ধরা হবে বলেও দাবি তাঁর৷ ৫ বছরে বাংলার উন্নয়নের রূপরেখাও তৈরি হচ্ছে বলে জানিয়ে দিয়েছেন শাহ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 13 =