ভোটে সন্ত্রাস, পথে বসে বিক্ষোভ সওকত মোল্লার! নিশানায় ISF

ভোটে সন্ত্রাস, পথে বসে বিক্ষোভ সওকত মোল্লার! নিশানায় ISF

ক্যানিং: ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত ঘুমাইতে আইএসএফ-এর বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ৷ পৌঁছলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সওকত মোল্লা।  কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসাতেও জড়ান তিনি৷ পরে শান্তিপূর্ণ ভোটের দাবিতে শুরু হয় তাঁর অবস্থান বিক্ষোভ৷

আরও পড়ুন- প্রাণের ভয়, পুলিশের গাড়িতে বুথ ছাড়লেন তৃণমূল এজেন্ট! ‘মহিলা বাহিনী’র হামলা!

ক্যানিংয়ে আইএসএফ-তৃণমূল সংঘর্ষের ঘটনায়  তৃণমূলের দাবি, আইএসএফ-এর বেশ কয়েকজন কর্মী বোমাবাজি করতে করতে এলাকায় ঢুকছিল৷ তাদের বাধা দিতে গেলে সংঘর্ষ বাধে৷ গুরুতর আহত হন বেশ কয়েকজন তৃণমূল কর্মী৷ এই ঘটনার পরেই এলকায় এসে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী৷ আসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ আহতদের উদ্ধার করে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত দুই পক্ষের আহত কর্মীদের চিকিৎসা চলছে৷ 

আরও পড়ুন- সাতগাছিয়া ও ক্যানিংয়ে ব্যাপক বোমাবাজি, ISF-TMC সংঘর্ষে তুলুম উত্তেজনা

ক্যানিংয়ে বোমাবাজির ঘটনায় তৃণমূল প্রার্থী সওকত মোল্লা সরাসরি আঙুল তুলেছেন আইএসএফ-এর বিরুদ্ধে৷ গতকাল রাত থেকেই তৃণমূল কর্মীদের মারধর এবং বাড়ি বাড়ি গিয়ে বোমা মারার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ তাঁর৷ তিনি বলেন, কোথাও কোথাও বোমাচার্জও করা হচ্ছে৷ সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও বচসায় জড়ান সওকত মোল্লা৷ তাঁর বিস্ফোরক অভিযোগ, যে আইএসএফ কর্মী ইসাক মোল্লার নেতৃত্বে বোমাবাজি হচ্ছে, তিনি একবার ভোট দিয়ে চলে যাওয়ার পর ফের লাইনে দাঁড়িয়ে ক্যাম্পেন করছে৷ এখানে নির্বাচন কমিশন কী করছে? প্রশ্ন তোলেন তিনি৷ সওকত মোল্লা বলেন, যা ঘটছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷ শান্তিপূর্ণ ভোট না হওয়া পর্যন্ত এখানেই থাকব৷ এর পরেই অবস্থান বিক্ষোভ শুরু করেন ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী সওকত মোল্লা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 2 =