সাতগাছিয়া ও ক্যানিংয়ে ব্যাপক বোমাবাজি, ISF-TMC সংঘর্ষে তুলুম উত্তেজনা

সাতগাছিয়া ও ক্যানিংয়ে ব্যাপক বোমাবাজি, ISF-TMC সংঘর্ষে তুলুম উত্তেজনা

ক্যানিং:  আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত ক্যানিং৷ আহত  উভয় পক্ষেরই বেশ কেয়কজন৷ এজেন্ট বসাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ক্যানিং পূর্বের ঘুমরিআইটে৷ অন্যদিকে বোমাবাজির ঘটনায় উত্তপ্ত সাতগাছিয়া৷ 

আরও পড়ুন- পদ্ম ছাপে প্ররোচনা, ভোটারদের মারধরের মারাত্মক অভিযোগ CRPF-এর বিরুদ্ধে

ক্যানিংয়ে তৃণমূলের দাবি, আইএসএফ-এর বেশ কয়েকজন কর্মী বোমাবাজি করতে করতে এলাকায় ঢুকছিল৷ তাদের বাধা দিতে গেলে সংঘর্ষ বাধে৷ গুরুতর আহত হন বেশ কয়েকজন তৃণমূল কর্মী৷ এই ঘটনার পরেই এলকায়া এসে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী৷ আসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ আহতদের উদ্ধার করে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত দুই পক্ষের আহত কর্মীদের চিকিৎসা চলছে৷ 

অন্যদিতে সাতগাছিয়ায় বোমাবাজির অভিযোগ উঠেছে৷ ২০৫ নম্বর বুথে বোমাবাজির অভিযোগ৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে৷ এমনিতেই সাতগাছিয়া রাজনৈতিকভাবে একটি উত্তেজিত কেন্দ্র৷ প্রায় প্রতি ভোটেই সাতগাছিয়ার নাম শিরোনামে উঠে আসে৷ এবারও তার ব্যতিক্রম হল না৷

আরও পড়ুন- বুথের জানলা খুলে EVM নজরদারি! বিস্ফোরক BJP প্রার্থী

এদিকে শ্যামপুরের বিজেপি প্রার্থী তনুশ্রী বলেন, সকাল থেকেই শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছিল৷ তবে কয়েকটা বুথে অশান্তির খবর মিলেছে৷ আমি গেলে কয়েকটা জায়গায় লোকজন জড়ো হয়ে যেতে পারে৷ তাই বুঝে যেতে হবে৷ একটা জায়গায় আমার নির্বাচনী এজেন্টের সঙ্গে সহযোগিতা করা হচ্ছে না৷ প্রচণ্ড ঝামেলা হয়েছে৷ এজেন্ট বসানো নিয়েও কেয়কটা জায়গায় ঝামেলা হচ্ছিল৷ তবে সেটা সামলে নেওয়া গিয়েছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 13 =