আরামবাগ: কেন্দ্রীয় বাহিনীর সামনেই তৃণমূল এজেন্টকে টেনে হিঁচড়ে বুথের বাইরে নিয়ে এসে মাটিতে ফেলে মারধর করল একদম দঙ্গল মহিলা বাহিনী। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। হুগলির আরামবাগ বিধানসভা কেন্দ্রের ঘটনা।
মঙ্গলবার সকাল থেকেই তৃতীয় দফার ভোট গ্রহণ উত্তপ্ত রাজ্যের তিন জেলা। হুগলির আরামবাগ কেন্দ্রের সুজয়পুর হরিজন প্রাথমিক বিদ্যালয়ের বুথে মঙ্গলবার সকাল থেকেই বসেছিল তৃণমূলের বুথ এজেন্ট। বেশ ভালোভাবেই নির্বিঘ্নে চলছে ভোটগ্রহণ। কিন্তু হঠাৎই বুথের মধ্যে ঢুকে আসে মহিলাদের একটি বিশাল দল। তারা এসেই রুদ্র মূর্তি ধারণ করে তৃণমূলের এজেন্ট বাবর আলী খাঁ-কে টেনে-হিঁচড়ে বুথের বাইরে নিয়ে আসে। কেন্দ্রীয় বাহিনীর সামনেই চলে বেধড়ক মার। মাটিতে ফেলে মারা হয় তৃণমূলের ওই এজেন্টকে। সামনে দাঁড়িয়ে নির্বাক দর্শকের ভূমিকা পালন করছিল কেন্দ্রীয় বাহিনী। প্রথমদিকে তারা সামান্য বাধা দিতে গেলেও পরে আর কোনোভাবে থামাতে যাননি তারা।
মার খাওয়ার পর স্থানীয় পুলিশের গাড়ির সামনে চলে যান তৃণমূলের ওই এজেন্ট। পুলিশ তাকে অনেক শান্ত করে ফের এজেন্ট হিসেবে বুথে বসার কথা বললেও রাজি হননি বাবর আলী খাঁ। তার কথা মতো, “কেন্দ্রীয় বাহিনী আমাকে নিরাপত্তা দিতে পারেনি। আমি এখন আর বুথে বুঝতে চাইনা।”