ভবানীপুরে কেন জিতবে বিজেপি? মমতাকে একহাত নিয়ে ব্যাখ্যা শুভেন্দুর

যদি ছাপ্পা না হয়, তাহলে ভবানীপুরে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে বিজেপি

কলকাতা: নন্দীগ্রামে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন। ভবানীপুর উপনির্বাচনেরও মমতার বিরুদ্ধে দাঁড়াতে ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু বিজেপি সেখানে প্রার্থী করেছে আইনজীবী প্রিয়াঙ্কা টেবরিওয়ালকে। তিনি আজ মনোনয়ন জমা দিলেন, তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক শুভেন্দু অধিকারী। ভবানীপুরে বিজেপি কেন জিতবে তার ব্যাখ্যা দিলেন শুভেন্দু, আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। 

আরও পড়ুন- উত্তাল দিঘা, নিষেধ অমান্য করেই সমুদ্রে নামলেন পর্যটকরা

এদিন শুভেন্দু জানান, যদি ছাপ্পা না হয়, তাহলে ভবানীপুরে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে বিজেপি। তাঁর কথায়, এই লড়াই শুধু প্রিয়াঙ্কা বনাম মমতা নয়, রাজ্যবাসীর লড়াই অন্যায়ের বিরুদ্ধে। একজন প্রায় ১ লক্ষ মানুষকে ঘরছাড়া করেছেন, এবং অন্যজন তাঁদের হয়ে লড়াই করছে, তাঁদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। তাই গণতন্ত্র বাঁচানোর এই লড়াইয়ে ভবানীপুরের মানুষ চুপ থাকবেন না বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি তিনি আরও বলেন, বাংলার ভোটের ফলের পর রাজ্যে কী হিংসা হয়েছে তা সকলেই জানে। মহিলাদের ওপর অত্যাচার হয়েছে, বিজেপি কর্মীদের খুন হতে হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন কোর্টেও জানিয়েছে যে রাজ্যে আইনের শাসন নেই, শাসকদলের আইন চলছে। তাই অবশ্যই এই পরিস্থিতিতে যদি ছাপ্পা না হয়, তাহলে জিতবে বিজেপিই বলে আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী। 

আরও পড়ুন- ফের বিজেপিতে ধস! গোসাবা কেন্দ্রের প্রার্থী এবার তৃণমূলে

সোমবার সকালে গোল মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ আলিপুর সর্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর পাশে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ উপস্থিত ছিলেন অর্জুন সিং, সৌমিত্র খাঁয়ের মনো নেতারও৷ উল্লেখ্য রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলায় বিজেপি’র হয়ে লড়ছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ মনোনয়ন জমা দেওয়ার পরেই বিজেপি পুরোদস্তুর নেমে পড়বে ভোট ময়দানে৷ তৈরি হয়ে গিয়েছে প্রচার কৌশল৷ ভবানীপুর উপনির্বাচনের জন্য একাধিক অবজার্ভার নির্বাচিত হয়েছেন৷ মনোনয়ন জমা দেওয়ার সময় প্রিয়াঙ্কার সঙ্গে দেখা গিয়েছে তাঁদের৷ বিজেপি নেতৃত্ব এলাকা ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক এমনকি বুথ ভিত্তিক প্রচার করবেন বলে জানা গিয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *