‘অজানা’ জ্বরের ভাইরাস চিহ্নিত! পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি রাজ্যের

‘অজানা’ জ্বরের ভাইরাস চিহ্নিত! পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি রাজ্যের

কলকাতা: শিশুদের অজানা জ্বরের ভাইরাসকে চিহ্নিত করা গিয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে আজ এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য নিয়ে পর্যালোচনা বৈঠকের পরে স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ নিগম বলেন, এই জ্বরের নেপথ্যে রয়েছে আরএস ভাইরাস। এখন গোটা বিষয়টি নিয়ন্ত্রণে বলে তিনি জানান। এই রোগ মোকাবিলায় পর্যাপ্ত পরিকাঠামো এবং ওষুধ মজুদ রয়েছে বলেও তিনি জানিয়েছেন। 

আরও পড়ুন- দুই পড়ুয়ার অ্যাকাউন্টে ঢুকল ৯৬০ কোটি! হুলস্থুল গোটা গ্রাম

তিনি আরও জানিয়েছেন যে, সব কিছুর উপরে নজর রাখা হচ্ছে। ইতিমধ্যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে কুড়িটি শয্যা বাড়ানো হয়েছে। এদিকে অজানা জ্বরের জন্য যে কজন শিশু মারা গেছে তাদের অন্য রোগ ছিল বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এই বিষয়ে তদন্ত হবে বলেও তিনি জানান। আজকের বৈঠকে এই সংক্রান্ত বিষয়ে আলোচনা ছাড়াও কলকাতার পাঁচটি মেডিকেল কলেজ হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন নিয়েও কথা হয়েছে। বৈঠকে মেডিকেল কলেজের অধ্যক্ষরাও অংশ নেন। আসলে এই সময়ে একাধিক জ্বরের প্রভাব দেখা দিচ্ছে বাংলায়। করোনা ভাইরাসের কারণে জ্বর তো রয়েছেই, এর সঙ্গে ধরা পড়ছে স্ক্রাব টাইফাস, ডেঙ্গি, ইনফ্লুয়েঞ্জা, সোয়াইন ফ্লু’র মত রোগ। সব মিলিয়ে বাংলার সার্বিক চিত্রটা খুবই আতঙ্কের। আরো বড় চিন্তার ব্যাপার হল, এই সব রোগের প্রাথমিক লক্ষণ প্রায় এক। তাই কেউ যদি জ্বরে আক্রান্ত হয় তাহলে প্রথমে বোঝা সম্ভব হচ্ছে না যে সে কোন রোগে আক্রান্ত হয়েছে। তাই চিকিৎসায় দেরি হচ্ছে। ফলে আতঙ্ক আরো বৃদ্ধি পাচ্ছে। 

আরও পড়ুন- ফের দুষ্কৃতী তাণ্ডব ভাটপাড়ায়, পড়ল বোমা, জখম ২

ইতিমধ্যেই শিশুদের জ্বর এবং মৃত্যু নিয়ে রাজ্যকে কটাক্ষ করে কেন্দ্রকে চিঠি দিয়েছেন বাংলার বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। বলেছেন, বাংলার প্রশাসন এখন শুধু ভোটে ব্যস্ত, তাদের নজর শুধু ভবানীপুরে। তাই কেন্দ্র যেন এই ব্যাপারে নজর দেয়। তাঁর এও দাবি যে, শুধু উত্তরবঙ্গে চিকিৎসাধীন প্রায় ৭৫০ শিশু। কিন্তু রাজ্য সরকার কোনও গুরুত্ব দিচ্ছে না এই ব্যাপারে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 4 =