কলকাতা: প্রাকৃতিক বিপর্যয়ে বারবার বিধ্বস্ত সুন্দরবন৷ অন্যদিকে বঞ্চনার অভিযোগে সরব উত্তরবঙ্গ৷ উত্তর-দক্ষিণ দুই প্রান্তের জন্যই কল্পতরু রাজ্য সরকার৷ রাজ পূর্ণাঙ্গ বাজেটে উত্তরবঙ্গ উন্নয়ন খাতে ৭৭৬ কোটি ৫১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়৷ অন্যদিকে সুন্দরবন বিষয়ক খাতে বরাদ্দ হল ৫৭৩ কোটি ৫৩ লক্ষ টাকা৷
আরও পড়ুন- শিক্ষায় জোড়, জনশিক্ষা ও গ্রন্থাগার খাতে ৩৮১ কোটি বরাদ্দ রাজ্য বাজেটে
পাশাপাশি পশ্চিমাঞ্চল উন্নয়ন খাতে ৬৭২ কোটি ২১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে৷ স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক বিভাগের জন্য বরাদ্দ হয়েছে ১১ হাজার ৯৩৮ কোটি ৯০ লক্ষ কোটি টাকা৷ বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা খাতে ২ হাজার ১০৫ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ করল রাজ্য সরকার৷ কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার বিভাগের জন্য বরাদ্দ হয়েছে ২৭৩ কোটি ১৫ লক্ষ টাকা৷ অগ্নি নির্বাপণ ও জরুরি পরিষেবা বিভাগের জন্য ৪৩৫ কোটি ৩৩ লক্ষ টাকা বরাদ্দ হল রাজ্য বাজেটে৷