উত্তরবঙ্গ থেকে সুন্দরবন, বিপুল বরাদ্দ রাজ্য বাজেটে

উত্তরবঙ্গ থেকে সুন্দরবন, বিপুল বরাদ্দ রাজ্য বাজেটে

2417c15f40156d1911136053a93af79f

কলকাতা:  প্রাকৃতিক বিপর্যয়ে বারবার বিধ্বস্ত সুন্দরবন৷ অন্যদিকে বঞ্চনার অভিযোগে সরব উত্তরবঙ্গ৷ উত্তর-দক্ষিণ দুই প্রান্তের জন্যই কল্পতরু রাজ্য সরকার৷ রাজ পূর্ণাঙ্গ বাজেটে উত্তরবঙ্গ উন্নয়ন খাতে ৭৭৬ কোটি ৫১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়৷ অন্যদিকে  সুন্দরবন বিষয়ক খাতে বরাদ্দ হল ৫৭৩ কোটি ৫৩ লক্ষ টাকা৷ 

আরও পড়ুন- শিক্ষায় জোড়, জনশিক্ষা ও গ্রন্থাগার খাতে ৩৮১ কোটি বরাদ্দ রাজ্য বাজেটে

পাশাপাশি পশ্চিমাঞ্চল উন্নয়ন খাতে ৬৭২ কোটি ২১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে৷  স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক বিভাগের জন্য বরাদ্দ হয়েছে ১১ হাজার ৯৩৮ কোটি ৯০ লক্ষ কোটি টাকা৷ বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা খাতে ২ হাজার ১০৫ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ করল রাজ্য সরকার৷ কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার বিভাগের জন্য বরাদ্দ হয়েছে ২৭৩ কোটি ১৫ লক্ষ টাকা৷ অগ্নি নির্বাপণ ও জরুরি পরিষেবা বিভাগের জন্য ৪৩৫ কোটি ৩৩ লক্ষ টাকা বরাদ্দ হল রাজ্য বাজেটে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

শিক্ষায় জোর, জনশিক্ষা ও গ্রন্থাগার খাতে ৩৮১ কোটি বরাদ্দ রাজ্য বাজেটে

শিক্ষায় জোর, জনশিক্ষা ও গ্রন্থাগার খাতে ৩৮১ কোটি বরাদ্দ রাজ্য বাজেটে

56062758b4bff0eb5a166bef62cc52ba

কলকাতা:  বুধবার বিধানসভায় পেশ করা হল তৃতীয় তৃণমূল সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট৷ বাজেটে জনশিক্ষা প্রসারের উপর বিশেষ নজর দেওয়া হয়েছে৷ জনশিক্ষা ও গ্রন্থাগার খাতে ৩৮১ কোটি ৩৬ লক্ষ টাকা বরাদ্দ করল রাজ্য সরকার৷ পাশাপাশি জনস্বাস্থ্য কারিগরি ও পানীয় জলের জন্য ৩ হাজার ৫৭৯ কোটি ৫৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে৷ 

আরও পড়ুন- রাজ্য বাজেট: স্ট্যাম্প ডিউডিতে বিশেষ ছাড়, পরিবেশ খাতে ৯৭.৪৬ কোটি বরাদ্দ

তৃতীয় বার ক্ষমতায় আসার পর শিক্ষার উপর বাড়তে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ ছাত্রছাত্রীদের সুবিধার জন্য চালু করা হয়েছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড৷ এবার জনশিক্ষার জন্য বিপুল অঙ্কের টাকা বরাদ্দ করা হল৷ অমিত মিত্র অসুস্থ থাকায় আজ এদিন বাজেট পড়ে শোনাল শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ দুপুর ২টোয় শুরু হয় বাজেট৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাজ্য বাজেট: স্ট্যাম্প ডিউডিতে বিশেষ ছাড়, পরিবেশ খাতে ৯৭.৪৬ কোটি বরাদ্দ

রাজ্য বাজেট: স্ট্যাম্প ডিউডিতে বিশেষ ছাড়, পরিবেশ খাতে ৯৭.৪৬ কোটি বরাদ্দ

56062758b4bff0eb5a166bef62cc52ba

কলকাতা: রাজ্য বাজেট ঘোষণা করলেন বাংলার শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। স্ট্যাম্প ডিউটির হারে বিশেষ ছাড়ের ঘোষণা করা হল। ঘোষণা করা হয়েছে যে, জমি, বাড়ি, ফ্ল্যাট, কেনা-বেচা এবং লিজ প্রভৃতি দেওয়ার ক্ষেত্রে রেজিস্ট্রেশনের ওপর স্ট্যাম্প ডিউটি তে ২ শতাংশ ছাড় মিলবে। এছাড়াও সব ধরনের দলিল রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে বাজার দর ১০ শতাংশ কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এই প্রসঙ্গে ঘোষণা করা হয়েছে, চলতি বছরের ৩০ অক্টোবরের মধ্যে দলিল রেজিস্ট্রেশন সম্পন্ন করলে এই দুই সুবিধা পাওয়া যাবে।

এর পাশাপাশি ঘোষণা করা হয়েছে, পরিবেশ খাতে আগামী অর্থবর্ষে ৯৭.৪৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অপ্রচলিত এবং পুনর্নবীকরণ শক্তি উৎস বিভাগের জন্য ৭৪.৩১ কোটি টাকা বরাদ্দ এবং বিজ্ঞান প্রযুক্তি এবং জৈব প্রযুক্তির ক্ষেত্রে ৭০.১১ কোটি টাকা বরাদ্দের ঘোষণা। এদিকে, পণ্য পরিষেবা করে ১৪টি সংশোধনীর প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে অতিমারি পরিস্থিতিতে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স এবং অতিরিক্ত ট্যাক্স মকুবের প্রস্তাব দেওয়া হয়েছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *