উচ্চ প্রাথমিক মেধা তালিকায় অভিযোগের পাহাড়! নিষ্পত্তিতে আরও ৩ মাস সময় চাইল SSC

উচ্চ প্রাথমিক মেধা তালিকায় অভিযোগের পাহাড়! নিষ্পত্তিতে আরও ৩ মাস সময় চাইল SSC

কলকাতা:  উচ্চ প্রাথমিক মেধা তালিকায় অভিযোগের পাহাড়৷ আদালতের নির্দেশে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় যে অভিযোগ রয়েছে, এসএসসি’র দফতরে তা জমা দেওয়ার কথা বলা হয়েছিল৷ তবে এই সকল অভিযোগের নিষ্পত্তির জন্য আরও ৩ মাস সময় চাইল স্কুল সার্ভিস কমিশন৷ সময় চেয়ে হাইকোর্টে আবেদন জানানো হয়েছে৷ 

আরও পড়ুন- প্রশ্ন ভুল থেকে শিক্ষা! আগেভাগে টেট-এর উত্তরপত্র আপলোড পর্ষদের

প্রসঙ্গত, ২৫ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে স্কুল সার্ভিস কমিশনের দফতরে৷ মেধাতালিকার অভিযোগ ছাড়াও চাকরিতে অস্বচ্ছতা নিয়ে কখনও এসএসসি’র বিরুদ্ধে আবার কখনও প্রাইমারি বোর্ডের বিরুদ্ধে মামলা হয়েছে হাইকোর্টে৷ এবার খোদ স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল৷ এসএসসি’র বক্তব্য, হাইকোর্টের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকের মেধাতালিকায় ইতিমধ্যে ২৫ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে৷ যার নিষ্পত্তি এখনও সম্ভব হয়নি৷

আরও পড়ুন- চলতি মাসের শেষেই টেটের ফল? প্রকাশিত উত্তরপত্র

এসএসসি’র তরফে জানানো হয়েছে, গত ১০ অগাস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসে ৬,৫৯৭টি অভিযোগের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে৷ কারণ তাদের হাতে যে সংখ্যক আধিকারিক রয়েছেন তাতে সকল অভিযোগের নিষ্পত্তি সম্ভব হয়নি৷ তাই বাকি ১৮ হাজার অভিযোগের নিষ্পত্তি করতে বাড়তি সময় চাইল এসএসসি৷ এক্ষেত্রে সচিব পদমর্যাদার আধিকারিকের থেকে কম পদমর্যাদার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদের আধিকারিকদের দিয়েও যাতে অভিযোগের নিষ্পত্তি করা যায় সেই অনুমতিও চাওয়া হয়েছে৷ আগামী সপ্তাহে এসএসসি’র আবেদনের শুনানি হবে৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =