কলকাতা: চলতি মাসেই প্রাথমিক টেটের ফল প্রকাশের সম্ভাবনা৷ সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই ২০১৭-র প্রাথমিক টেটের ফল প্রকাশ করতে পারে পর্ষদ৷ এ বছর প্রাথমিক টেট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় আড়াই লক্ষ৷
আরও পড়ুন- ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারে নিয়োগ
২০১৭ সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়েছিল৷ সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২১-এর ৩১ জানুয়ারি টেট পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী টেটের জন্য আবেদন করেছিলেন৷ সেই পরীক্ষার ফল চলতি মাসের শেষে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর৷
প্রসঙ্গত, ইতিমধ্যেই টেট পরীক্ষার উওরপত্র প্রকাশিত হয়েছে৷ পশ্চিমবঙ্গ প্রাথমিক পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্রাচার্য বলেন, ৩১ শে জানুয়ারী হওয়া টেট-এর উওরপত্র প্রকাশ করা হয়েছে৷ ফলে পরীক্ষার্থীরা বাড়ি বসেই নিজের নম্বর জানতে পারবেন৷ মুখ্যমন্ত্রী নির্দেশ মতোই প্রার্থীদের ঠিক সময় মতো উওরপত্র ওয়েবসাইটে দেওয়া হয়েছে৷
আরও পড়ুন- অসম রাইফেলসে রিক্রুটমেন্ট ব়্যালি শুরু হতে চলেছে
মানিকবাবু আরও জানান, উওরপত্র মিলিয়ে দেখার পর কোনও প্রার্থীর যদি মনে হয়, তাঁর উওরটি ঠিক আছে কিন্তু ওয়েবসাইটে দেওয়া উওরটি ভুল, সেক্ষেএে ওই প্রার্থী কমিশনের অফিসে লিখিত অভিযোগ জানাতে পারেন৷ প্রয়োজনে ওই উওরপত্র যাচাই করে তার সংশোধিত তালিকা পুনরায় ওয়েবসাইটে দেওয়া হবে৷ চেয়ারম্যান আরও জানান, স্বচ্ছতা আনতে টেট এর ফল বেরোনোর আগেই উওরপত্র ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে৷ পুজোর আগেই টেটের ফল প্রকাশিত হবে৷