প্রশ্ন ভুল থেকে শিক্ষা! আগেভাগে টেট-এর উত্তরপত্র আপলোড পর্ষদের

প্রশ্ন ভুল থেকে শিক্ষা! আগেভাগে টেট-এর উত্তরপত্র আপলোড পর্ষদের

কলকাতা:  প্রশ্ন ভুল থেকে শিক্ষা নিয়ে টেটের উত্তর আপলোড৷ ২১ জানুয়ারি প্রাথমিক টেটের উত্তরপত্র পর্ষদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে৷  

আরও পড়ুন- চলতি মাসের শেষেই টেটের ফল? প্রকাশিত উত্তরপত্র

প্রশ্ন ভুল মামলাকে কেন্দ্র করে হাইকোর্টে অস্বস্তিতে পড়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হয় তাদের৷ হাইকোর্টের নির্দেশে যোগ্য চাকরিপ্রার্থীদের চাকরিও দিতে হচ্ছে পর্ষদকে৷ তাই এবার আগেভাগেই চূড়ান্ত উত্তরপত্র পর্ষদের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হল৷ এর মাধ্যমে যাঁরা টেট পরীক্ষা দিয়েছিলেন আগেই জানতে পারবেন, কোন প্রশ্নের উত্তর ঠিক হয়েছে, কোনটা ভুল৷ শুধু তাই নয়৷ এক্ষেত্রে দেখা গিয়েছে, বেশ কিছু প্রশ্নের সংশোধন করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ৷

এর আগে একটি খড়সা উত্তরপত্র দেওয়া হয়েছিল৷ তার উপর পরীক্ষার্থীদের মতামতও জানতে চাওয়া হয়েছিল৷ সেখানে দেখা যাচ্ছে পরিবেশ বিজ্ঞানের একটি প্রশ্নে ভুল রয়েছে৷ ফলে যাঁরা এই প্রশ্নের উত্তর দিয়েছেন (ঠিক হোক বা ভুল) তাঁরা সম্পূর্ণ নম্বর পাবেন৷ প্রশ্ন ভুল মামলা থেকে শিক্ষা নিয়েই পর্ষদ চূড়ান্ত উত্তরপত্র আপলোজ করে দিল৷ যাতে টেটকে কেন্দ্র করে নতুন করে কোনও সমস্যা সৃষ্টি না হয়৷ 

পশ্চিমবঙ্গ প্রাথমিক পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্রাচার্য বলেন, ৩১ শে জানুয়ারী হওয়া টেট-এর উওরপত্র প্রকাশ করা হয়েছে৷ ফলে পরীক্ষার্থীরা বাড়ি বসেই নিজের নম্বর জানতে পারবেন৷ মুখ্যমন্ত্রী নির্দেশ মতোই প্রার্থীদের ঠিক সময় মতো উওরপত্র ওয়েবসাইটে দেওয়া হয়েছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 5 =