কলকাতা: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক নিয়ে বিতর্কের মাঝেই সাফাই দিলেন সলিসিটার জেনারেল তুষার মেহতা৷ জানালেন, গতকাল আকস্মিক ভাবেই শুভেন্দু অধিকারী তাঁর বাড়িতে গিয়েছিলেন৷ তবে শুভেন্দুর সঙ্গে বৈঠক হয়নি তাঁর৷
আরও পড়ুন- SSC নিয়ে রাজ্যকে তুলোধোনা দিলীপের, নেতা-মন্ত্রী ঘেরাও করে টাকা উসুলের হুঙ্কার
Suvendu Adhikari came to my residence/office y’day, unannounced. As I was in a pre-scheduled meet,my staff asked him to wait.After my meeting,my staff informed him of my inability to meet him.He left without insisting to meet me. Ques of my meeting with him didn’t arise: SG Mehta
— ANI (@ANI) July 2, 2021
বিরোধী দলনেতার সঙ্গে বৈঠকের কথা কার্যত অস্বীকার করে এদিন টুইট করেন সলিসিটার জেনারেল তুষার মেহতা৷ তিনি বলেন, ‘‘না জানিয়েই গতকামিটিল আমার বাসভবন/ দফতরে এসেছিলেন শুভেন্দু অধিকারী৷ কিন্তু আমি পূর্ব নির্ধারিত বৈঠকেই ব্যস্ত ছিলাম৷ আমার আপ্তসহায়ক তাঁকে অপেক্ষা করতে বলেন৷ বৈঠকের পর আমার আপ্তসহায়ক তাঁকে জানিয়ে দেন আমি দেখা করতে পারব না৷ উনি জোড়াজুড়ি না করেই চলে যান৷ ওঁনার সঙ্গে আমার বৈঠকের কোনও প্রশ্নই নেই৷’’ এদিকে শুভেন্দু অধিকারীর সঙ্গে তুষার মেহতার বৈঠক নিয়ে ময়দানে নেমেছে তৃণমূল৷ নারদ কাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারী কী ভাবে সলিসিটার জেনারেলের সঙ্গে বৈঠক করতে পারেন, এই প্রশ্ন তুলে নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠিয়েছেন তৃণমূলের তিন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দু শেখর রায় ও মহুয়া মৈত্র৷ এই অভিযোগে সলিসিটার জেনারেলের পদ থেকে তাঁর অপসারণের দাবিও তুলেছে তৃণমূল৷ চাপের মুখেই আজ বৈঠক নিয়ে মুখ খোলেন তুষার মেহতা৷
আরও পড়ুন- দল বদলের পর বিধানসভায় প্রথম মুখোমুখি মমতা-শুভেন্দু
এদিন বিধানসভাতেও এই বিষয়ে শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানানো হয়৷ তিনিও এই বৈঠকের কথা অস্বীকার করেন৷ তবে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে তৃণমূলের দাবি, শুভেন্দু অধিকারী নারদ কাণ্ডে অভিযুক্ত৷ আর নারদ কাণ্ডের তদন্ত করছে সিবিআই৷ এই মামলায় হাইকোর্টে কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থার হয়ে সওয়াল করছেন সলিসিটার জেনারেল তুষার মেহতা৷ এর পরেও কেন সিবিআই-এর আইনজীবীর বাড়িতে গিয়ে বৈঠক করলেন নারদ কাণ্ডে অভিযুক্ত বিজেপি বিধায়ক? শুভেন্দু এই মামলাকে প্রভাবিত করতে পারেন বলেও চিঠিতে তৃণমূলের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে৷