এবার সুনীল, অশোক ও অরিন্দমের কেন্দ্রীয় নিরাপত্তায় কোপ, চিঠি এল নবান্নে

এবার সুনীল, অশোক ও অরিন্দমের কেন্দ্রীয় নিরাপত্তায় কোপ, চিঠি এল নবান্নে

কলকাতা:  সুনীল মণ্ডল, অশোক দিন্দা ও অরিন্দম ভট্টাচার্যের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করতে চেয়ে রাজ্যকে চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ নবান্ন সূত্রে খবর, চিঠিতে বলা হয়েছে এই তিন নেতার নিরাপত্তা সংক্রান্ত বিষয় পর্যালোচনা করে দেখেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ পর্যালোচনার পরেই মনে হয়েছে, তাঁদের কেন্দ্রীয় নিরাপত্তার প্রয়োজন নেই৷ রাজ্যের নিরাপত্তাই যথেষ্ট৷

আরও পড়ুন- বাংলার জন্য লড়াই থামাবেন না! স্পষ্ট কথা দিলীপের

প্রসঙ্গত, মোট ৬১ জন ভিআইপি কেন্দ্রীয় নিরাপত্তা পান৷ তাঁদের সকলেরই নিরাপত্তা সংক্রান্ত কী কী প্রয়োজনীয়তা রয়েছে তা খতিয়ে দেখার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যকে চিঠি পাঠানো হয়েছে৷ সেখানে স্পষ্ট জানানো হয়েছে, সাংসদ সুনীল মণ্ডল,  বিধায়ক অশোক দিন্দা ও প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের কেন্দ্রীয় নিরাপত্তার প্রয়োজন নেই৷ রাজ্যের নিরাপত্তাই পর্যাপ্ত৷ রাজ্য তাঁদের নিরাপত্তা দিলে, কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হবে৷ উল্লেখ্য, ৬১ জনের তালিকায় এই তিনজনের নাম উল্লেখ করা হয়েছে৷ এই তিন নেতার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করতে চেয়ে ৩১ অগাস্ট চিঠি পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে৷  

আরও পড়ুন- মমতাকে বেগম-খালা সম্বোধন অশোভনীয়, ভবানীপুরে প্রার্থী দেওয়ায় বিস্ফোরক রাজীব

প্রসঙ্গত এর আগে বলা হয়েছিল, শুভেন্দু অধিকারীর মতো প্রথম সারির ১০ নেতা বাদে বাকি বিজেপি বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হবে৷ এই মর্মে চিঠিও পাঠানো হয় নবান্নে৷ প্রসঙ্গত, একুশের নির্বাচনের পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বঙ্গ–বিজেপির সব বিধায়ককে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + seven =