কলকাতা: মেয়াদ শেষ হওয়ার আগেই দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতির পদ হারিয়েছেন। তাঁকে সর্বভারতীয় সহ সভাপতি করা হলেও বাংলা থেকে তাঁর পদ যাওয়া নিয়ে প্রশ্নের শেষ নেই। দিলীপের জায়গায় নয়া রাজ্য সভাপতি হয়েছে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। কিন্তু তাঁকে নিয়ে সমালোচনা জতই হোক, দিলীপ মনে করছেন তিনি দিল্লিতেও আছেন, আবার বাংলাতেও। বাংলার জন্য লড়াই তিনি থামাবেন না বলেই স্পষ্ট করেছেন।
আরও পড়ুন- তিন ফুটের দুর্গা প্রতিমা পাড়ি দিচ্ছে সুদূর কানাডা
যিনি নতুন রাজ্য সভাপতি হয়েছেন সেই সুকান্ত মজুমদার এখনই স্পষ্ট করে দিয়েছেন যে, দিলীপ ঘোষ ইতিহাস সৃষ্টিকারি রাজ্য সভাপতি বাংলার বুকে। তাঁর পরামর্শ এবং আদর্শ নিয়েই কাজ করবেন তিনি। এমনিতেও জানা গিয়েছে যে, সুকান্ত মজুমদার দিলীপ ঘনিষ্ঠ। তাই এক্ষেত্রে যে সমস্যা হওয়ার আর কথাই নেই তা বলাই বাহুল্য। তাই দিলীপও স্পষ্ট জানাচ্ছেন, তাঁকে যেভাবে সুকান্ত ব্যবহার করতে চাইবেন তিনি সেইভাবেই কাজ করবেন। দিল্লিতেও যেমন তিনি আছেন, বাংলাতেও থাকবেন। দল যেভাবে তাঁকে পরিচালনা করবে তিনিও সেই মতোই চলবেন। এর পাশাপাশি দিলীপ বিজেপির উত্তর-দক্ষিণ সমন্বয়ের কথাও এদিন জানিয়েছেন। বলেছেন, উত্তরবঙ্গের মুখ হিসাবে সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতি করা হয়েছে৷ উত্তরে রয়েছে সুকান্ত আর দক্ষিণে রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ উত্তর আর দক্ষিণের মধ্যে এই ভারসাম্যই দলকে আরও মজবুত করে তুলবে৷
আরও পড়ুন- গ্রামে ফিরলে মাথা কেটে দেওয়া হবে, বিজেপি নেতাকে হুমকি
যদিও রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অনুমান, চলতি বছর হয়ে যাওয়া বিধানসভা ভোটের ফলাফল এই রদবদলের একটা বড় কারণ হতে পারে। কারণ দিলীপ ঘোষের নেতৃত্বে বঙ্গ বিজেপি কিছুই সুবিধা করে উঠতে পারেনি যতটা দাবি করা হয়েছিল। কার্যত বাংলার নির্বাচনে দিলীপের নেতৃত্বে বঙ্গ বিজেপি ফেল করেছে। তাই তাঁকে পদ থেকে সরিয়ে নিজেদের দলীয় সংগঠন আরো মজবুত করার অঙ্ক হয়তো করতে পারে গেরুয়া শীর্ষ নেতৃত্ব।