মালদহ: এক বিজেপি নেতার বাড়িতে হামলা। তাকে গ্রামছাড়া করে দেওয়ার অভিযোগ। গ্রামের ফিরলে তার মাথা কেটে তার বাবার হাতে তুলে দেওয়া হবে মোবাইল ফোনে হুমকি বিজেপি নেতাকে। সেই কথোপকথন ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল-মিডিয়ায়। যার জেরে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য৷
এদিকে আতঙ্কে গ্রামের যেতে পারছেন না ওই বিজেপি নেতা। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। কখনও মালদা শহর বা আবার কখনও অন্য জায়গায় আশ্রয় নিয়েছেন তিনি। অভিযোগ অস্বীকার জেলা তৃণমূল নেতৃত্বের। মালদার মানিকচক থানার বড় বাগান এলাকার ঘটনা।
বড় বাগানের বাসিন্দা তথা জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার সম্পাদক আকাশ শেখের অভিযোগ সম্প্রতি মানিকচক গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান বিউটি মণ্ডলের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসা হয়। সেই অনাস্থা আটকানোর চেষ্টা করছেন তিনি। এরপরই তার বাড়িতে অস্ত্র নিয়ে হামলা চালায় এলাকার তৃণমূল নেতা আলিম শেখ, আক্তারুল শেখ সহ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তিনি সেখান থেকে প্রাণ হাতে করে কোন রকমে পালিয়ে বাঁচেন। এরপর থেকে তাকে লাগাতার ফোনে হুমকি দেওয়া হচ্ছে। মানিকচক থানায় অভিযোগ জানাল কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ৷
জেলা বিজেপির সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, ‘‘সারা রাজ্যে তৃণমূল তালিবানি শাসন চালাচ্ছে৷ মালদহের ঘটনায় সেটা আবার প্রমাণিত হল৷’’ অন্যদিকে অভিযোগ উড়িয়ে তৃণমূলের মালদা জেলার সভাপতি আব্দুর রহিম বক্সীর। তিনি বলেন, ‘‘বিজেপিকে একুশের নির্বাচনে বাংলার মানুষ জবাব দিয়ে দিয়েছেন৷ আমাদের অত খারাপ অবস্থা হয়নি যে ওদের হুমকি দিতে হবে৷’’