মমতাকে বেগম-খালা সম্বোধন অশোভনীয়, ভবানীপুরে প্রার্থী দেওয়ায় বিস্ফোরক রাজীব

মমতাকে বেগম-খালা সম্বোধন অশোভনীয়, ভবানীপুরে প্রার্থী দেওয়ায় বিস্ফোরক রাজীব

কলকাতা:  বিজেপি’তে থেকেও তিনি বিজেপি’তে নেই৷ ভোটের ফলপ্রকাশের পর থেকেই তিনি বেসুরো৷ তিনি মনে করেন, ভোটের প্রচারে বিভেদের রাজনীতি হয়েছে৷ ধর্মীয় বিভাজনকে যে ভাবে রাজনৈতির ইস্যু হিসাবে তুলে ধরা হয়েছিল, তা ভালো ভাবে নেয়নি রাজ্যের মানুষ৷ যাঁকে দেখে বাংলার মানুষ ২১৩টি আসন দিয়েছে তাঁকে বেগম-খালা বলা একেবারেই অশোভনীয়৷  মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী না দিলে সেটাই হত বিজেপি’র শালীনতা৷ কলকাতা পৌঁছে একের পর এক বিস্ফোরক মন্তব্য রাজীব বন্দ্যোপাধ্যায়ের৷ 

আরও পড়ুন- চিটফান্ড মামলায় হাই কোর্টে হাজিরা রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের

এদিন বাবুল সুপ্রিয় প্রসঙ্গে রাজীব বলেন, বেশ কিছুদিন ধরেই তাঁর সমস্যা হচ্ছিল৷ কিছু বিষয়ে অসন্তোষ প্রকাশও করেছিলেন৷ যার জেরেই হয়তো তাঁর মনে হয়েছিল দল পরিবর্তন করবেন৷ সে কারণেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন৷ বলেছেন প্রথম একাদশে তিনি থাকতে চান৷ এদিকে বিধানসভা ভোটে বিজেপি’র পরাজয়ের জন্য বাবুল সরাসরি আঙুল তুলেছেন দিলীপ ঘোষের দিকে৷ এ প্রসঙ্গে তাঁর মত জানতে চাওয়া হলে রাজীব বলেন, বাবুল যেটা বলেছেন, সেটা তাঁর ব্যক্তিগত বিষয়৷ তবে এটাও ঠিক, কিছু বিষয় বাংলার মানুষকেও ভাবিয়েছে৷ যেভাবে ভোটের আগে বিভেদের রাজনীতি করা হয়েছে৷ ধর্মীয় বিভাজন নিয়ে কথা বলা হয়েছে এবং এখনও যে ভাবে বঙ্গ ভঙ্গের কথা বলা হচ্ছে, তা বাংলার মানুষ ভালো ভাবে নিচ্ছে না৷ 

আরও পড়ুন- তিন ফুটের দুর্গা প্রতিমা পাড়ি দিচ্ছে সুদূর কানাডা

শুভেন্দু প্রসঙ্গে রাজীবের বক্তব্য, ‘অনেক বড় নেতা৷ তাঁর প্রসঙ্গে কোনও মন্তব্য করব না৷ তবে এটাও ঠিক যে ভোটের সময় যে ধরনের মন্তব্য করা হয়েছিল৷ যে ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম-খালা-ফুফু বলা হয়েছে, তা নিশ্চিত ভাবে শোভনীয় নয়৷ সেই সময়েও এর প্রতিবাদ করেছিলাম৷’ আর ভবানীপুর উপনির্বান প্রসঙ্গে তাঁর মত,  কংগ্রেস যে ভাবে প্রার্থী দেয়নি, বিজেপি’রও উচিত ছিল প্রার্থী না দেওয়া৷ সেটাই হত বিজেপি’র গুড জেসচার৷ তবে বিজেপি প্রার্থী দিলেও রাজীব মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ই বিপুল ভোটে জয়ী হবেন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 4 =