‘হেভিওয়েট’ নন্দীগ্রামের আসন ফাঁকা রেখেই প্রার্থী তালিকা সংযুক্ত মোর্চার

‘হেভিওয়েট’ নন্দীগ্রামের আসন ফাঁকা রেখেই প্রার্থী তালিকা সংযুক্ত মোর্চার

কলকাতা:  তৃণমূলের পর আলিমুদ্দিন থেকে প্রার্থী তালিকা ঘোষণা করল বাম-কংগ্রেস-আইএসএফ জোট৷ তবে কিছু কিছু আসন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছতে পারেনি সংযুক্ত মোর্চা৷ তাই সেই আসনগুলির প্রার্থী তালিকা প্রকাশ করা হল না আজ৷ উল্লেখযোগ্য ভাবে এর মধ্যে রয়েছে হাইভোল্টেজ নন্দীগ্রাম৷ 

আরও পড়ুন-  প্রাক্তন আমলা থেকে বিজেপি নেতার স্ত্রী! তৃণমূলে অনেক নতুন প্রার্থী

একুশের ভোটে নন্দীগ্রাম থেকে প্রার্থী হচ্ছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়৷ আবার দিল্লি গিয়ে এই কেন্দ্র থেকেই ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী৷ এদিন প্রার্থী তালিকা ঘোষণা করার সময় বিমান বসু বলেন, ‘‘নন্দীগ্রাম এখন হেভিওয়েট কেন্দ্র হয়েছে৷ তাই আলোচনা করে এই কেন্দ্রের প্রার্থী কে হবেন তা ঠিক করতে হবে৷ সে কারণেই নন্দীগ্রাম আসনের প্রার্থী এখনও ঠিক করা হয়নি৷’’ 

তিনি জানান, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্মের পরই তাঁরা বামেদের সঙ্গে যোগাযোগ করেছিল৷ কিন্তু সেই সময় তাঁদের মধ্যে আসন নিয়ে আলোচনা হয়নি৷ পরে কংগ্রেসের সঙ্গে আইএসএফ-এর আসন ভাগাভাগি নিয়েও ঠাণ্ডা লড়াই চলে৷ আইএসএফ জোটে থাকবে কিনা, তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছিল৷ তবে আপাতত সব তিক্ততা কাটিয়ে জোট বেঁধেই একুশের ভোট লড়তে চলেছেন তাঁরা৷ 

আরও পড়ুন- এক সময় চালিয়েছেন রিক্সা, আজ একুশের ভোটে তিনিই তৃণমূলের প্রার্থী

এদিন বিমান বসু বলেন, আসন বণ্টন নিয়ে আলোচনার মাঝেই আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে৷ যে ভাবে রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল, কেরোসিনের দাম বাড়ছে, যে ভাবে অত্যাবশ্যকীয় সামগ্রীর দাম বাড়ছে, বেকারত্বের হাহাকার শোনা যাচ্ছে, তা দখার পর চুপ থাকা সম্ভব নয়৷ বহু মানুষ কর্মহীন, নতুন কাজের সন্ধান নেই৷ এই বিষয়গুলি নিয়েই আগামী কাল ৬ মার্চ, সারা রাজ্যে বামফ্রন্টের সমস্ত শরিক দল, কংগ্রেস এবং আইএসএফ যৌথ ভাবে প্রচার আন্দোলনে সামিল হবে৷ জেলার জেলায় কর্মসূচি হবে৷ কলকাতাতেও কেন্দ্রীয় ভাবে কর্মসূচি পালন করা হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 11 =