কলকাতা: করোনা পরিস্থিতিতে সংক্রমণ রুখতে বন্ধ রয়েছে রেল। তবে নিয়মিত ভাবে হাওড়া ও শিয়ালদহ শাথায় চলছে স্টাফ স্পেশাল। এই ট্রেনে এতদিন চড়তে হত মাসিক টিকিট কেটে। এবার থেকে ট্রেনে ওঠা যাবে দৈনিক টিকিটেও। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাঁদের নথি দেখিয়ে দৈনিক টিকিট কাটতে পারবেন। সোমবার থেকে শিয়ালদহ শাখায় এই নিয়ম চালু করা হয়েছে। তবে হাওড়া শাখায় পুরনো নিয়মই বহাল রয়েছে৷
আরও পড়ুন- মুকুল-রথ থামাতে এবার আদালতে যাচ্ছেন শুভেন্দু
রেল সূত্রে খবর, এতদিন নির্দিষ্ট নথি দেখিয়ে মাসিক টিকিট কাটতে হত জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের৷ কিন্তু তাঁরা নির্দিষ্ট গন্তব্যের মধ্যে যাতায়াত না করায় সমস্যা তৈরি হচ্ছিল৷ এ বিষয়ে রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগও জানিয়েছিলেন তাঁরা৷ তাঁদের আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত৷ আপাতত শিয়ালদহ শাখায় এই পরিষেবা চালু করা হয়েছে৷ পরবর্তী ক্ষেত্রে অন্যান্য শাখাতেও তা চালু করা হবে৷
আরও পড়ুন- সিআইডির পর এবার নদীয়া থেকে গ্রেফতার ভুয়ো আইএএস
হাওড়া বিভাগের এক আধিকারিক বলেন, ‘‘আমরা দৈনিক টিকিট বিক্রির কোনও নির্দেশিকা পাইনি৷ তাই পুরনো নিয়মই বহাল রয়েছে৷’’ কিন্তু দুই শাখায় দু’রকম নিয়ম কেন? তা নিয়েও প্রশ্ন উঠেছে৷ এদিকে শিয়ালদহ শাখার বিভিন্ন স্টেশনে সাধারণ টিকিট বিক্রির অনুমতি দেওয়া হয়েছে৷ পূর্বরেল সূত্রে খবর, জরুরি প্রয়োজনে টিকিট কেটে ট্রেনে উঠতে পারবেন যাত্রীরা৷ কিন্তু এর জন্য কাউন্টারে জবাবদিহি করতে হবে৷