মুকুল-রথ থামাতে এবার আদালতে যাচ্ছেন শুভেন্দু

মুকুল-রথ থামাতে এবার আদালতে যাচ্ছেন শুভেন্দু

কলকাতা: বিধানসভার (পাবলিক অ্যাকাউন্টস কমিটি)-র চেয়ারম্যান পদ থেকে মুকুল রায়কে তাড়াতে এবার আদালতের দ্বারস্থ হতে চলেছেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। দলীয় সূত্রের খবর, এবিষয়ে আইনজ্ঞদের সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ শীর্ষ নেতৃত্বের কাছ থেকেই প্রয়োজনীয় অনুমতি মিলেছে৷ একটি নয়, কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায়ের বিরুদ্ধে দু দুটি মামলা করতে চলেছেন শুভেন্দু৷

সরাসরি শুভেন্দু অবশ্য এবিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি৷ তবে শুভেন্দুর ঘনিষ্ঠ মহলের দাবি, একটি মামলা হবে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের জন্য৷ অপর মামলাটি হবে- পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে সঠিক নিয়ম না মানার জন্য৷ প্রসঙ্গত মুকুলের বিধায়ক পদ খারিজের দাবিতে আদালতে যাওয়ার কথা আগেই প্রকাশ্যে জানিয়েছিলেন শুভেন্দু৷

তারপরই সামনে আসে পাবলিক অ্যাকাউন্টস কমিটির বিষয়টি৷ বিজেপির সিংহভাগ চেয়েছিলেন ওই পদে বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়িকে৷ কিন্তু তা না করে মুকুল রায়কে চেয়ারম্যান করা হয়৷ ঘটনার প্রতিবাদে বিধানসভার সমস্ত কমিটির পদ থেকে পদত্যাগ করেন বিজেপি বিধায়কেরা৷ শুভেন্দুর নেতৃত্বে তাঁরা একযোগে হাজির হন রাজ্যপালের কাছে৷ ইতিমধ্যে লোকসভার স্পিকারের কাছেও এবিষয়ে আর্জি জানানোর প্রস্তুতি শুরু করেছে গেরুয়া শিবির৷ একই সঙ্গে আদালতেরও দ্বারস্থ হতে চলেছেন শুভেন্দুরা৷

কেন? গেরুয়া শিবিরের এক শীর্ষ নেতার কথায়, ‘‘নিজেকে বড় নেতা হিসেবে দেখান মুকুলবাবু৷ অথচ ন্যূনতম শিষ্টাচার মানেন না৷ নিয়ম মেনে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে উনি যদি তৃণমূলে যেতেন, তাহলে কারও কিছু বলার থাকত না৷ উনি সেটা করেন নি৷ তাই ওঁনার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত৷’’ পাল্টা হিসেবে মুকুল শিবিরের অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ –ফাইল ছবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =