সিআইডির পর এবার নদীয়া থেকে গ্রেফতার ভুয়ো আইএএস

সিআইডির পর এবার নদীয়া থেকে গ্রেফতার ভুয়ো আইএএস

কৃষ্ণনগর: ফের ভুয়ো আইএএস অফিসারের হদিস মিলল৷ নিজেকে আইএএস অফিসার পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগে নদীয়ার কৃষ্ণনগর থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷ প্রসঙ্গত, সম্প্রতি নিজেকে সিআইডির অফিসার হিসেবে পরিচয় দিয়ে সম্প্রতি গ্রেফতার হয়েছেন এক মহিলা৷ তারপর এই ঘটনা সামনে আসায় জেলা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম অচিন্ত্য বন্দ্যোপাধ্যায়৷ নদীয়ার কৃষ্ণনগরের বাসিন্দা অচিন্ত্যকে মঙ্গলবার ভোর রাতে নবদ্বীপের একটি হোটেল থেকে গ্রেফতার করে পুলিশ৷ তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত তার গাড়িতে ভুয়ো নীল বাতি লাগিয়ে নিজেকে আইএএস অফিসার হিসাবে পরিচয় দিয়ে প্রতারণার কাজে লিপ্ত ছিল৷ কল্যাণী থানা এলাকার অভিজিৎ রায় নামে এক ব্যক্তির কাছ থেকে বিভিন্ন কাজ করে দেওয়ার নাম করে প্রায় অভিযুক্ত প্রায় আড়াই লক্ষ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ৷

অভিজিতের অভিযোগ, আইএএশের নামে অভিযোগ শুনে পুলিশ প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে৷ এর পর রানাঘাট কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকারের সহযোগিতায় প্রতারিত ব্যক্তি অচিন্ত্য বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কৃষ্ণনগর থানায় প্রতারণার মামলা দায়ের করেন অভিজিত৷ তদন্তে নেমে পুলিশ দেখে, অভিযুক্তের বিরুদ্ধে এমন একাধিক অভি়যোগ রয়েছে৷ তারপরই এদিন ভোর রাত্রে নবদ্বীপের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালি থানার পক্ষ থেকে আজ ধৃতকে কৃষ্ণনগর আদালতে হাজির করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 4 =