কলকাতা: পুলিশ নিয়োগে কারচুপি৷ পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের। মঙ্গলবার মামলার শুনানিতে রাজ্যের কাছে হলফনামা তলব করে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন- ‘যাঁরা বিষ খেয়েছেন, তাঁরা বিজেপির ক্যাডার’, বিস্ফোরক মন্তব্য ব্রাত্যের
অভিযোগ, নিয়ম মেনে নিয়োগ করা হয়নি পুলিশ কনস্টেবল পদে৷ ১০০ রুল অনুযায়ী নিয়োগ হয়নি। জেনারেল, তাপসিলি জাতি, উপজাতি সুযোগ দেওয়ার কথা ছিল। কিন্তু এর মধ্যে ৪৮ জন প্রার্থীই সংখ্যালঘু সম্প্রদায়ের৷ উল্লেখ্য, ২০১৯ সালে রাজ্য পুলিশের ৫০টি শূণ্য পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল। চলতি বছরের জুন মাসে মেধা তালিকা প্রকাশ করা হয়। অভিযোগ, ৫০ জনের মধ্যে ৪৮ জন প্রার্থীই একটি বিশেষ সম্প্রদায়ের। মামলাকারীর দাবি, সংরক্ষণের নিয়ম সামনে রেখে নতুন সার্কুলার জারি করা হচ্ছে। পিছিয়ে পরা জাতি/সম্প্রদায়কে সুযোগ দেওয়ার নাম করে এই অনিয়ম চলছে।
আরও পড়ুন- মালদহে প্রকাশ্যে বিজেপির চুলোচুলি, ফায়দা তুলতে মরিয়া তৃণমূল
এই মামলায় আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। ২৩ সেপ্টেম্বর পরবর্তী শুনানি। পাশাপাশি ২০১১ সাল থেকে কী ভাবে নিয়োগ হয়েছে, হলফনামায় সেই তথ্য বিস্তারিত জানতে চেয়েছে ডিভিশন বেঞ্চ।