২ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, রেকর্ড পার্থর বয়ান

২ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, রেকর্ড পার্থর বয়ান

ad8767b4ea99752a6314faafd9a5b51b

কলকাতা: আইকোর চিটফান্ড মামলায় সোমবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। কিন্তু তিনি চিঠি দিয়ে জানান, তিনি একজন প্রবীণ নাগরিক৷ তাছাড়া ভোটের কাজেই এই মুহূর্তে তিনি ব্যস্ত রয়েছেন৷ পারলে সিবিআই অফিসাররা তাঁর বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন৷ তবে সিবিআই তাঁর বাড়িতে না গিয়ে সোজা শিল্প ভবনে যায় তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য। প্রায় ২ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় জানাচ্ছেন, তিনি নিশ্চয় তদন্তে সাহায্য করবেন।

আরও পড়ুন- উত্তাল দিঘা, নিষেধ অমান্য করেই সমুদ্রে নামলেন পর্যটকরা

এদিন পার্থ সিবিআই জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, সিবিআই তলবে তিনি যেতে পারেননি, তাঁদের এসে জিজ্ঞাসাবাদ করার জন্য চিঠি দিয়েছিলেন। সিবিআই যে সৌজন্যতা দেখিয়েছে তাতে তিনি খুশি। এদিকে, তিনি আরও বলেন, গোয়েন্দা সংস্থাকে তিনি সব ধরণের তদন্তমূলক সাহায্যের জন্য প্রস্তুত। পার্থ জানান, তাঁর একটি সভায় যাওয়া নিয়ে সিবিআই তাঁকে জিজ্ঞাসা করে। উত্তরে তিনি বলেন, যে রাজ্যের শিল্প, তথ্য প্রযুক্তি এবং পরিষদীয় মন্ত্রী হিসেবে ২০১১ সালের প্রথম ৩ মাসের মধ্যে তিনি বহু কোম্পানির থেকে ডাক পেয়েছিলেন এবং তাঁদের অনুষ্ঠানে গেছিলেন। রাজ্যের শিল্পে উন্নতি এবং তথ্য প্রযুক্তির প্রগতির জন্য সেই সব অনুষ্ঠানে গিয়েছিলেন বলে জানান তিনি। এর বাইরেও সিবিআইয়ের কিছু জানার থাকলে তিনি সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন রাজ্যের শিল্প মন্ত্রী। 

আরও পড়ুন- ফের বিজেপিতে ধস! গোসাবা কেন্দ্রের প্রার্থী এবার তৃণমূলে

সিবিআই-এর দাবি, আইকোর মামলার তদন্ত করতে গিয়ে তাঁদের হাতে একটি ভিডিয়ো ফুটেজ এসেছে৷ সেখানে আইকোর কর্তার সঙ্গে একমঞ্চে দেখা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে৷ ওই ভিডিয়োতে তাঁকে আইকোরের সমর্থনে বক্তৃতা দিতেও দেখা যায়। সেই সংক্রান্ত ব্যাপারেই প্রশ্ন উঠতে থাকে বেশ কয়েকটি, যার ভিত্তিতেই আজ তাঁকে এই জিজ্ঞাসাবাদ করে সিবিআই আধিকারিকরা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *