‘ভোট দেওয়ার আগে মাথায় রাখুন’, তৃণমূলকে বিঁধে ৬৩ বান বিরোধীদের!

‘ভোট দেওয়ার আগে মাথায় রাখুন’, তৃণমূলকে বিঁধে ৬৩ বান বিরোধীদের!

কলকাতা: শুরু হয়ে গিয়েছে ভোটের কাউন্টডাউন৷ জোড় কদমে চলছে প্রচার পর্ব। একে অপরের খামতি তুলে ময়দানে নেমে পড়েছে যুযুধান রাজনৈতিক দলগুলি। সোশ্যাল মিডিয়া জুড়েও শুরু হয়েছে জোড় প্রচার। রাজ্য সরকারের বিরুদ্ধে ৬৩টি ইস্যু তুলে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছে বিরোধী শিবির৷ যেখানে বলা হয়েছে, ইভিএম-এর বোতাম টেপার আগে মনে রাখুন বিষয়গুলি৷ 

আরও পড়ুন- মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র করছে কমিশন! বিস্ফোরক অভিযোগ পার্থর

সরকারের বিরুদ্ধে মোট ৬৩টি ইস্যু তুলে ধরা হয়েছে৷ প্রাইমারি টেট কেলেঙ্কারি থেকে রোজভ্যালি, নারদা, সারদা, মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস, ২ কোটি টাকার ছবি, শিক্ষিত বেকারদের চপ ভাজার পরামর্শ, ভোট সন্ত্রাস, কিছুই বাদ দেওয়া হয়নি৷

আরও পড়ুন- ‘বিজেপিকে যেন কেউ একটিও ভোট না দেয়’, দাবি সংযুক্ত কৃষাণ মোর্চার

বিরোধীদের সাজানো সেই তালিকা দেখা নেওয়া যাক- 
 

১. প্ৰাইমারি টেট
২. সারদা
৩. নারদা
৪. রোজভ্যালি
৫. তোলাবাজি
৬. জমি মাফিয়া
৭. বালি মাফিয়া
৮. সিন্ডিকেট
৯. চপ শিল্প
১০. পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সন্ত্রাস,
১১. মিনি পাকিস্তান
১২. দাড়ভিট ছাত্র খুন
১৩. উড়ালপুল বিপর্যয়
১৪. চোলাই মদ
১৫. সিভিক মাষ্টার
১৬. মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস
১৭. ২ কোটি টাকার ছবি
১৮. পায়ে চটি, আর হাতে আইফোন দেড় লাখের??
১৯. এই উৎসব – সেই উৎসব
২০. গোষ্ঠী দ্বন্দ্ব
২১. চোরদের বাঁচাতে CBI, ED-কে আটকানো।
২২. চোরদের বাঁচাতে ধর্না
২৩. ৬০ হাজার গ্রুপ-ডি কৰ্মী নিয়োগের মিথ্যা প্রতিশ্রুতি
২৪. কেন্দ্রীয় প্রকল্পকে নিজের নামে চালানো
২৫. শিল্প সম্মেলনের নামে মানুষকে বোকা বানানো
২৬. ইতালি থেকে কোন কোন শিল্প আসল?
২৭. ভাইপোর কোটি কোটি টাকার সম্পত্তির উৎস কি?
২৮. নৈতিক জয়ের মানে কি?
২৯. সততার প্রতীক
৩০. ডক্টরেট উপাধি
৩১. যাত্রা শিল্পীদের ১৫০০ টাকা, আর শিক্ষকদের ২০০০ টাকা ভাতা।
৩২. হজে গিয়ে মৃত্যু হলে ১০ লক্ষ, দেশের জন্য মরলে?
৩৩. বেকারদের কৰ্মসংস্থানে ব্যৰ্থ
৩৪. শিক্ষিত বেকারদের চপ ভাঁজার পরামর্শ
৩৫. কামদুনি
৩৬. সারের দাম জানতে চাওয়ায় “মাওবাদী” তকমা
৩৭. সরকারি টাকায় ইতালি- ব্ৰিটেন ঘোরা
৩৮. সরকারি টাকায় উৎসব- মেলা করা
৩৯. সরকারি টাকায় চোরদের ডিম- ভাত খাওয়ানো।
৪০. বিরোধী দলের কণ্ঠরোধ করা কেন?
৪১. রাফালের বিরোধীতা করে দেশের সেনাবাহিনীকে দুৰ্বল করার চক্রান্ত কেন?
৪২. নোটবন্দির বিরোধীতা করে দেশের অৰ্থনীতিকে ধ্বংস করার চক্রান্ত ও জঙ্গীদের বাচানোর চেষ্টা।
৪৩. রাজ্যে গনতন্ত্র নেই
৪৪. ক্লাবকে ২লক্ষ  টাকা
৪৫. চোলাই মদ খেয়ে মরলে ২ লক্ষ টাকা
৪৬. গোষ্ঠী দ্বন্দের ফলে মরলে সরকারি চাকুরি
৪৭. NRC- এর বিরোধিতা করে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের পরোক্ষে সহায়তা করার চেষ্টা।
৪৮. PSC- তে দুর্নীতি
৪৯. SSC- তে দুর্নীতি
৫০. Primary TET ২০১৬- এর নাম করে কারা চাকরি পেল?
৫১. মেরিট লিস্ট কি দিয়েছিল?
৫২. যাঁরা চাকরি পেয়েছেন, তাঁরা কত নম্বর পেল, দিয়েছিল কী?
৫৩. যাঁদের নাম ওঠেনি তারা কত নম্বর পেয়েছিল, দিয়েছিল কী?
৫৪. OMR Sheet এর কার্বন কপি দিয়েছিল কি?
৫৫. SMS এর মাধ্যমে কি কখনো ইন্টারভিউতে ডাকা হয়?
৫৬. যে ১১ টি প্রশ্নের উত্তর ভুল ছিল, সেটা কি হল?
৫৭. দেশের সেনাবাহিনীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা
৫৮. বেকার সমস্যা
৫৯. বাবা স্বাধীনতা সংগ্রামী
৬০. যৌনধৰ্ম
৬১. ১১৪০ -টা দেশ
৬২. সোনার হার বেচে বই কেনা
৬৩. ছবি বেচে ১.৮ কোটি

আরও পড়ুন- জীবন থেকে জীবিকা, বামেদের ইস্তেহার জুড়ে নতুন দিনের সূচনা!

প্রসঙ্গত, তৃণমূল জমানায় একের পর এক দুর্নীতি কথা উঠে এসেছে৷ নিয়োগ পরীক্ষায় দুর্নীতি কারও অজানা নয়৷ টেট কেলেঙ্কারির ক্ষত আজও দগদগে৷ রয়েছে পিএসসি-এসএসসি-তেও নিয়োগ দুর্নীতি৷ এছাড়াও নারদা বা সারদা কাণ্ডে ব্যপক আর্থিক কেলেঙ্কারি হয়৷ বিরোধীদের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় চাকরির বদলে ভাতা দিয়ে রাজ্য চালাচ্ছেন৷ শিক্ষিত যুবকদের চপ ভজতে বলছেন৷ এছাড়াও ক্লাবকে ২ লক্ষ টাকা অনুদান দেওয়া নিয়েও অনেকের মনেই ক্ষোভ রয়েছে৷ শিক্ষিত যুবকদের চপ ভাজার পরমার্শ নিয়েও কম তোলপাড় হয়নি রাজ্যরাজনীতি৷ সেই ইস্যুগুলি আবার উঠে এল ভোটের আগে৷ 
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *