জীবন থেকে জীবিকা, বামেদের ইস্তেহার জুড়ে নতুন দিনের সূচনা!

গতকাল বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করেছে বামফ্রন্ট

কলকাতা: একুশের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে রাজ্য জুড়ে ততই উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। একদিকে যেমন গত লোকসভা নির্বাচনেরর সাফল্যকে হাতিয়ার করে লড়াইয়ে ঝাঁপিয়েছে বিজেপি, অন্যদিকে তেমনই ক্ষমতা ধরে রাখতে মরিয়া তৃণমূলও। এমতাবস্থায় ঘাস আর পদ্মকে একই কয়েনের এপিঠ ওপিঠ বলে দাবি করে বিকল্পের কথা বলেছে বাম শিবির। এবারের ভোটে কংগ্রেস আর নবগঠিত আইএসএফের সঙ্গে জোট বেঁধে বিকল্প সরকার গড়তে মরিয়া সংযুক্ত মোর্চা।

ভোট উত্তাপের আবহে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে বামফ্রন্ট। খসড়া এই ইস্তেহারে রয়েছে তৃণমূল বিজেপির বিকল্প হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। ঠিক কোন কোন বিষয়ে এবারের ইস্তেহারে জোর দিয়েছে বামফ্রন্ট? জানা গেছে, ধর্মনিরপেক্ষতা এবং বেকারের রুজিরুটিই লাল শিবিরের নির্বাচনী ইস্তেহার জুড়ে জ্বলজ্বল করছে। বলা হয়েছে, কেন্দ্র প্রবর্তিত বিতর্কিত আইন সিএএ কার্যকর না করার কথাও। এছাড়া যে বিষয়গুলি প্রাধান্য পেয়েছে এবারের বাম ইস্তেহারে সেগুলি হল , সরকারি ও আধা সরকারি ক্ষেত্রে সব শূন্যপদে নিয়োগ, ১০০ দিনের কাজের প্রকল্পকে ১৫০ দিনে পরিণত করা, সকলের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা।

এখানেই শেষ নয়, কৃষকদের জন্য ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করা, পরিযায়ী শ্রমিকদের জন্য পৃথক দফতর নির্মাণ, শিল্পের জন্য এলাকাবাসীর সহমতে জমি অধিগ্রহণ, রাজ্য বাজেটের ২০ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ, শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরির পরিমাণ বাড়িয়ে ৭০০ টাকা করা এবং সর্বোপরি ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীর মাশুল মকুবের কথাও রয়েছে বাম ইস্তেহারে। বলা বাহুল্য, যে ভুলের জন্য ২০১১ সালে ৩৪ বছরের দীর্ঘ সাম্রাজ্য ভেঙে পড়েছিল সেই ভুলের পথে আর যেতে চায় না লাল ঝান্ডা। এবারের ইস্তেহারে ফুটে উঠেছে তারই প্রতিফলন। দিন কয়েক আগে রাজ্যের নির্বাচনী প্রার্থী তালিকাও ঘোষণা করা হয়েছে বাম শিবিরের তরফে। সেখানেও দেখা গেছে তারুণ্য আর অভিজ্ঞতার নজিরবিহীন মিশেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 9 =