মমতার উপর কোনও হামলা হয়নি, সবটাই দুর্ঘটনা, কিসান রেড্ডির মন্তব্যে শোরগোল

মমতার উপর কোনও হামলা হয়নি, সবটাই দুর্ঘটনা, কিসান রেড্ডির মন্তব্যে শোরগোল

কলকাতা:  নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কোনও হমলা হয়নি৷ এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন৷ সোমবার সে কথা জানান স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী কিসান রেড্ডি৷ 

আরও পড়ুন-  ব্যবহৃত হয়েছেন, সম্মান পাননি! তৃণমূল ত্যাগ দেবশ্রীর

এদিন রেড্ডি বলেন, ‘‘এই ঘটনার হামলার কোনও প্রমাণ পাওয়া যায়নি৷ মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চ পর্যায়ে নিরাপত্তা পান৷ দলীয় কর্মীরাও ওঁনার সঙ্গে থাকেন৷ এর পরেও কী ভাবে আঘাত লাগল, কে আঘাত করল, তা কেউ জানে না৷’’ তিনি আরও বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ওঁনার উপর আঘাত হানা হয়েছে৷ কিন্তু ওঁনার সঙ্গে তো রাজ্য পুলিশ ছিল৷ কেন্দ্রীয় পুলিশ বাহিনী ছিল না৷ ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পর এখন নির্বাচন কমিশনের অধীনে রয়েছে পুলিশ৷ সব কিছু খতিয়ে দেখার পরই নির্বাচন কমিশনের মত, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কোনও হামলা হয়নি৷ পুরোটাই দুর্ঘটনা৷’’ 

এদিকে মমতা বলেছেন, নিহত বাঘের চেয়ে আহত বাঘ আরও ভয়ঙ্কর৷ এ প্রসঙ্গে কিসান রেড্ডি বলেন, পশ্চিমবঙ্গের জনতাকে ঘায়েল করেছে তৃণমূল সরকার৷ তার আগে ঘায়েল করেছে সিপিএম৷ পশ্চিমবঙ্গের প্রতিটি মেয়ে, প্রতিটি যুবক ঘায়েল হয়ে গিয়েছে বেকারত্ব, দুর্নীতির জেরে৷ রাজ্যে কোনও পরিকাঠামো নেই৷ তাঁরাও আহত বাঘ হয়ে ভারতীয় জনতা পার্টির সরকার আনার অপেক্ষায় রয়েছে৷  

আরও পড়ুন-কয়লা-কাণ্ডে ফের অস্বস্তি! CBI দফতরে অভিষেকের শ্যালিকার স্বামী-শ্বশুর

কিসান রেড্ডির মন্তব্যের পরিপ্রেক্ষিতে সৌগত রায় বলেন, ‘‘স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী কিসান রেড্ডি বাচ্চা ছেলে৷ ওঁর কোনও গুরুত্বই নেই৷ আইন-শৃঙ্খলা কেন্দ্রের বিষয় নয়৷ কিসান রেড্ডি কী বলল না বলল, তাতে কিছু যায় আসে না৷’’ তিনি আরও বলেন, ‘‘আমরা ১২ মার্চ নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছিলাম৷ বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে হামলার ঘটনা ঘটেছে, তার উচ্চ পর্যায়ে কোনও তদন্ত করা হোক৷ নির্বাচন কমিশনের পর্যবেক্ষকরা প্রাথমিক রিপোর্ট দিয়েছে৷ কিন্তু সাধারণ অফিসারদের রিপোর্টের কী গুরুত্ব আছে? আমরা এখনও বলছি, পুনর্তদন্ত হোক৷ এটা নির্বাচন কমিশনের চূড়ান্ত বক্তব্য নয়৷ অপেক্ষায় আছি, নির্বাচন কমিশন কবে আমাদের চিঠির পূর্ণাঙ্গ বয়ান দেবে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আঘাত চক্রান্তের ফল৷’’  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *