কলকাতা: একুশের বিধানসভা নির্বাচনের আগে যখন একের পর এক দলবদলে কার্যত দিশাহারা হয়েছিল তৃণমূল, তখন শাসকদলের উপর চাপের বোঝা আরো খানিক বাড়িয়ে কয়লাকাণ্ডে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পরিবারের নাম জড়িয়েছে সিবিআই। অভিষেকের স্ত্রী এবং তাঁর বোনকে কয়লাকাণ্ডের তদন্তের স্বার্থে আগেই তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এই সুযোগকে কাজে লাগিয়ে ঘাসফুল বিরোধিতা আরও জোরদার করেছিল বিজেপি। দিন কয়েক সে প্রসঙ্গ দূরে থাকলেও অস্বস্তি বাড়িয়ে ফের নাম জড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকার স্বামী এবং শ্বশুরের।
আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকার স্বামী অঙ্কুশ আরোরা এবং শ্বশুর পঙ্কজ আরোরা কয়লা কাণ্ডে হাজিরার জন্য উপস্থিত হয়েছেন নিজাম প্যালেসের সিবিআই দফতরে, এদিন এমনটাই জানা গেছে সূত্রের খবরে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে নোটিশ পাঠিয়ে আজ অর্থাৎ ১৫ মার্চ তাঁদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে এর আগেও জেরা করেছে সিবিআই। তবে এবার তাঁর স্বামী ও শ্বশুর পড়লেন গোয়েন্দাদের কবলে।
ঠিক কী সূত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এবং শ্যালিকার নাম সিবিআই জড়াল? সিবিআই সূত্রের খবর, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু লেনদেন হয়েছে কি না, খতিয়ে দেখা প্রয়োজন তদন্তের স্বার্থে৷ রুজিরা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে তাঁর বোন মেনকার অ্যাকাউন্টে টাকা গিয়েছে কি না, তাও খোঁজখবর শুরু করেছে সিবিআই৷ এরপর মেনকার অ্যাকাউন্ট থেকে টাকা বিদেশে গিয়েছে কি না, তাও সিবিআইয়ের নজরে৷ লন্ডনে তাঁর কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কি না, তাও জানতে চাওয়া হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর৷ যদিও মেনকা সেই সম্পর্কে কোনও তথ্য জানেন না বলেই গোয়েন্দাদের জানিয়েছিলেন। এই সূত্রে আজ তাঁর স্বামী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।