ব্যবহৃত হয়েছেন, সম্মান পাননি! তৃণমূল ত্যাগ দেবশ্রীর

ব্যবহৃত হয়েছেন, সম্মান পাননি! তৃণমূল ত্যাগ দেবশ্রীর

কলকাতা: গতকাল বিজেপি প্রার্থী তালিকা ঘোষণার পরে ব্যাপক শোরগোল পড়ে যায় আচমকা শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দলত্যাগের খবরে। আর এ দিন সকলকে চমকে দিয়ে বড় ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের দুবারের বিধায়ক দেবশ্রী রায়। দল তাকে বারবার ব্যবহার করেছে কিন্তু যোগ্য সম্মান দেয়নি, এই অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস ছাড়লেন রায়দিঘির বিদায়ী বিধায়ক দেবশ্রী।এবার আরও একবার জল্পনা তৈরি হয়ে গেল যে তিনি ভারতীয় জনতা পার্টি শিবিরে যোগ দেবেন কিনা। কারণ সকলেই জানেন এর আগে বিজেপি শিবিরে নাম লেখাতে গিয়েছিলেন দেবশ্রী রায় কিন্তু শোভন চট্টোপাধ্যায়ের অসম্মতির কারণে তখন তা সম্ভব হয়নি। আর এখন তো তিনি নিজেই দল ছেড়েছেন।

দেবশ্রী রায়ের মূল বক্তব্য, তৃণমূল কংগ্রেসের সঙ্গে আর কোনো রকম সম্পর্ক রাখতে চান না। কারণ তাঁকে বারংবার ব্যবহার করেছে কিন্তু যোগ্য সম্মান দেয়নি। মন্ত্রী করা তো দূর, দলের কোনো কমিটিতে স্থান পাননি তিনি বলেন অভিযোগ করেছেন। নিজের সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন দেবশ্রী রায় বলে খবর। দল ছাড়া প্রসঙ্গে দেবশ্রীর বক্তব্য, ১০ বছর ধরে মানুষের সঙ্গে, মানুষের হয়ে কাজ করার অভিপ্রায় তাঁর এখনও রয়েছে, কিন্তু মূলত তিনি অভিনয় জগতে ফিরে যেতে চান। কারণ সেখান থেকে এখনো তাঁকে সম্মান দিয়ে ডাকা হয়। তবে রাজনৈতিক সন্ন্যাস নেবেন কিনা বা বিজেপি শিবিরে নাম লেখাবেন কিনা, সে ব্যাপারে এখনো কোনো রকম স্পষ্ট ইঙ্গিত দেননি বাংলার অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রী। 

আরও পড়ুন-  ‘TMC নেতা BJP-র প্রার্থী মানছি না’! আরও প্রকট বিজেপির গৃহযুদ্ধ

গতকাল বিজেপি দল ছেড়েছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাই এক কথায় বলা যায়, এখন যদি দেবশ্রী রায় বিজেপিতে যোগ দিতে চান তাহলে সেই রাস্তা খোলা রয়েছে। উল্লেখ্য আজই, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের নেতৃত্বে গণ যোগদান অনুষ্ঠানে হবে বিজেপির দফতরে। সেখানে দেবশ্রী রায়কে দেখা যায় কিনা সেই নিয়ে ইতিমধ্যেই কৌতূহলের শেষ নেই। তবে আদৌ দেবশ্রী রায় বিজেপিতে যোগ দেন কিনা, সেটা জানার জন্য বেশ কিছু সময় অপেক্ষা করতেই হবে। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *