কলকাতা: কলকাতা হাইকোর্টে পিছিয়ে গেল নারদ মামলার শুনানি৷ প্রায় এক মাস শুনানি পিছিয়ে দেওয়া হল৷ নারদ মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৩ সেপ্টেম্বর৷
আরও পড়ুন- খেলছে গোটা রাজ্য, খেলা হবে দিবসে ত্রিপুরায় ফুটবলে কিক প্রসূন-অর্পিতাদের
সোমবার নারদ মামলার শুনানি ছিল পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে৷ কিন্তু সিবিআই-এর পক্ষ থেকে শুনানি ১০ দিন পিছনোর আবেদন জানানো হয়৷ সিবিআই-এর তরফে জানানো হয়, সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিমকোর্টে অন্য মামলায় ব্যস্ত রয়েছেন। তাই সময় চায় তারা। এর পরেই বৃহত্তর বেঞ্চ আগামী ১৩ সেপ্টেম্বর সকাল ১১ টায় শুনানির পরবর্তী সময় ধার্য করে।
প্রসঙ্গত, প্রায় এক মাস পর সোমবার ছিল নারদ মামলার শুনানি৷ সিবিআই-এর তরফেই শুনানি পিছনোর আবেদন জানানো হয়েছিল৷ এদিন ফের সময় চাওয়া হয়৷ বলা হয়, সুপ্রিম কোর্টে পেগাসাস মামলা নিয়ে ব্যস্ত রয়েছেন সলিসিটার জেনারেল তুষার মেহতা৷ এর পরেই ১০ দিনের বদলে প্রায় ১ মাস শুনানি পিছিয়ে দেওয়া হয়৷ তবে শুনানি পিছনোয় একেবারেই সন্তুষ্ট নয় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল৷ তিনি বলেন, ‘‘এভাবে বারবার শুনানি পিছয়ে দেওয়া যায় না৷ শেষ বাবের মতো সিবিআই-এর শুনানি পিছনোর আবেদন গ্রহণ করা হল৷ মামলার পরবর্তী শুনানি হবে ১৩ সেপ্টেম্বর৷’’
আরও পড়ুন- তৃণমূলে যোগ দিচ্ছেন রাহুল ঘনিষ্ট সুস্মিতা? লিখলেন সোনিয়াকে চিঠি
এদিকে নারদ মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যুক্ত করেছে সিবিআই৷ এ প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাই কোর্টে বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মলয় ঘটক নারদা মামলায় যুক্ত নন৷ তাঁদের এই মামলায় যুক্ত করা হল কেন?’’