‘ভাইপোর-পিসি হয়েই রয়ে গেলেন, আপনার স্কুটি নন্দীগ্রামে মুথ খুবড়ে পড়বে’ হুঙ্কার নমোর

‘ভাইপোর-পিসি হয়েই রয়ে গেলেন, আপনার স্কুটি নন্দীগ্রামে মুথ খুবড়ে পড়বে’ হুঙ্কার নমোর

কলকাতা: ব্রিগেডের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধোনা করলেন নরেন্দ্র মোদী৷ দিলেন ভাইপো খোঁচা৷ প্রট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তাঁর ই-স্কুটার চালানো নিয়েও কটাক্ষ করতেও ছাড়লেন না প্রধানমন্ত্রী৷  

আরও পড়ুন-  চাই না কেউ চোট পাক, কিন্তু স্কুটি যদি নন্দীগ্রামে…! মমতাকে কটাক্ষ মোদীর

এদিন ব্রিগেড গ্রাউন্ড থেরে সুর চড়িয়ে নমো বলেন,  ‘‘দশ বছরে বাংলার মানুষের অনুভূতি একটাই কথা বলছে, আপনাকে দিদির ভূমিকায় বেছে নেওয়া হয়েছিল৷ কিন্তু আপনি নিজেকে একজন ভাইপোর পিসি’র মধ্যে সীমাবদ্ধ করে রাখলেন কেন? বাংলার লক্ষ লক্ষ ভাইপো-ভাইঝির আশা আকাঙ্খার কথা কেন শুনলেন না? নিজের ভাইপোর লালন-পালন করলেন শুধু৷’’ তোপ দেগে বলেন, ‘‘যে কংগ্রেসের বিরুদ্ধে আপনি লড়েছিলেন, সেই  কংগ্রেসী সংস্কারকে ছাড়তে পারলেন না৷’’ নমো বলেন, ‘‘মা-মাটি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার পর তাঁরা এখন নতুন স্লোগান তুলেছেন, বাংলা নিজের মেয়েকে চায়৷’’ কটাক্ষ করে বলেন, ‘‘দিদি আপনি শুধু বাংলার নয়, পুরো ভারতের মেয়ে৷’’ 

ব্যঙ্গ করেই এদিন মোদী বলেন, ‘‘কিছুদিন আগে আপনি স্কুটি সামলাচ্ছিলেন৷ তখন সবাই প্রার্থনা করছিল, আপনার যেন চোট না লাগে৷ আপনি যেন ভালো থাকে৷ ভালো হয়েছে যে আপনি পড়ে যাননি৷ নাহলে যে রাজ্য ওই স্কুটি তৈরি হয়েছে, ওই রাজ্যটাকেই নিজের শত্রু বানিয়ে ফেলতেন৷’’ তিনি বলেন, ‘‘আপনি সুস্থ আছেন, এটাই মঙ্গল৷ ভালো হয়েছে যে আপনি পড়ে যাননি৷ এখন আপনার স্কুটি ভবানীপুর থেকে নন্দীগ্রামের দিকে ঘুরে গিয়েছে৷ আমরা সকলের ভালো চাই৷ আমরা চাই না কেউ আঘাত পাক৷ কিন্তু আপনার স্কুটি যখন নন্দীগ্রাম মুখ থুবড়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছে, তখন আমরা কী করতে পারি৷’’     

আরও পড়ুন-  বামেদের ‘ব্রিগেড’ খোঁচা নমোর, বাংলার মানুষের ভরসা ভেঙেছেন দিদিও

এদিন মেয়েদের জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কথা বলেন নমো৷ তিনি বলেন, আন্তর্জাতিক মহিলা দিবসের একদিন আগে আমি বাংলায় এসেছি৷ এখানে মা সারদা দেবী, মাতঙ্গিলী হাজরা, রানি রাসমনি, প্রীতিলতা ওয়াদেদার, দেবী চৌধুরানীর মতো অনেক নারীর জন্ম দিয়েছে৷ গত ছয় বছর কেন্দ্রীয় সরকারের প্রতিটে যোজনার কেন্দ্রে আমাগের মা-বোন রয়েছে৷ সরকারের পাকা ঘরও মালকিনের নামেই মিলছে৷ ঘরে ঘরে শৌচাগার করা হয়েছে৷ এর ফলে মা-বোনেদের সম্মান রক্ষা হয়েছে৷ বাংলাতেও ৪ কোটির বেশি জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে৷ এর মধ্যে অর্ধেকটা মহিলাদেরই নামে৷    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *