কলকাতা: ব্রিগেডের জনসভা থেকে একযোগে তৃণমূল কংগ্রেস ও বাম-কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ খোঁচা দিলেন বামেদের ‘ব্রিগেড চলো’ স্লোগানকে৷ মানুষের স্বপ্ন ভঙ্গকারী বলে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে৷
আরও পড়ুন- ‘এক ছোবলে ছবি, কেউ পালাতে পারবে না’! প্রচ্ছন্ন হুঁশিয়ারি ‘মহাগুরু’র
এদিন নমো বলেন, রাজনৈতিক জীবনে বহু সভা করার সুযোগ পেয়েছি৷ কিন্তু আজকের মতো সভা আগে দেখিনি৷ রাস্তায় মানুষের ঢল নমেছে৷ যা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে৷ তিনি বলেন, ঐতিহাসিক ব্রিগেড গ্রাউন্ডে ফের একবার আসার সুযোগ পেয়ে আমি ধন্য৷ এর পরেই খোঁচা দিয়ে তিনি বলেন, বিগত দশকগুলিতে বহুবার ‘ব্রিগেড চলো’ স্লোগান শোনা গিয়েছে৷ এই মাঠ অনেক দেশভক্তকে দেখেছে৷ আবার এই গ্রাউন্ড বাংলার বিকাশের পথে বাধা সৃষ্টি করা মানুষদেরও দেখেছে৷ বাংলা ভূমিকে ধর্মঘটের দিকে ঠেলে দেওয়ার দলের নীতি আর ষড়যন্ত্রের সাক্ষী থেকেছে এই ব্রিগেড গ্রাউন্ড৷ বাংলার যে করুণ পরিণতি হয়েছিল, তা আজও ভোগ করছে বাংলার মানুষকে৷ কিন্তু বাংলার মানুষের অদম্য ইচ্ছা শক্তি পরিবর্তনের আশাকে জিইয়ে রেখেছে৷
এর পরেই তৃণমূলকে বিঁধে তিনি বলেন, ‘‘বাংলা পরিবর্তনের জন্য মমতা দিদির উপর ভরসা করেছিল৷ কিন্তু দিদি সেই ভরসা ভেঙে দিয়েছে৷ বাংলার মানুষের স্বপ্নগুলো ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন৷ বাংলার বিশ্বাস ভেঙেছে৷ অপমানিত করেছে৷ মা-বোনেদের উপর অত্যাচার করেছে৷ এর পরেও বাংলার ইচ্ছাশক্তিকে ভাঙতে পারেনি৷’’ এর পরেই বাংলার মন ছুঁয়ে বাংলাতে মোদী বলেন, ‘‘বাংলা চায় উন্নতি, বাংলা চায় শান্তি, বাংলা চায় প্রগতি, বাংলা চায় সোনার বাংলা৷’’
আরও পড়ুন- ৫ বছরে বাংলার বিকাশ ২৫ বছরের ভিত তৈরি করবে! ব্রিগেডে দাবি মোদীর
তাঁর কথায়, এই বিধানসভা ভোটে একদিকে রয়েছে তৃণমূল, বাম-কংগ্রেস ও তাঁর বাংলা বিরোধী মনোভাব৷ অন্যদিকে রয়েছে বাংলার মানুষ৷ বিজেপি’কে সমর্থন জানাতে লাখো মানুষ আজ এখানে এসেছেন৷ তাঁরা বাংলার বিকাশ চায়৷’’
এদিন মিঠুনের প্রশংসা করে তিনি বলেন, ‘‘আজ আমাদের মধ্যে বাংলার ছেলে মিঠুন চক্রবর্তী উপস্থিত রয়েছেন৷ ওঁনার জীবন গাঁথা সকলের কাছে উদাহরণ৷’’ তাঁর কথায়, আজ ব্রিগেড গ্রাউন্ডে মানুষের হুঙ্কার শোনার পর আর কোনও সন্দেহই থাকতে পারে না যে বাংলায় পরিবর্তন আসবেই৷