কলকাতা: ভারতীয় জনতা পার্টি শিবিরের ব্রিগেড জনসভা হবে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারের উদ্দেশ্যে ঝাঁকালো আক্রমণ হবে না, এ একেবারেই অবাস্তব। ব্রিগেড মঞ্চে উঠে বক্তৃতা দিতে গিয়ে বাংলার উন্নয়ন এবং দুর্নীতিগ্রস্ত সরকারকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে তিনি সকলকে আশ্বাস দিয়ে জানালেন, আগামী পাঁচ বছরে বাংলায় যে বিকাশ ঘটাবে বিজেপি, তাতে পরবর্তী ২৫ বছরের ভিত তৈরি হবে! মোদীর কথায়, এই রাজ্যে সব কিছু রয়েছে, তাই সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে এগোনো প্রয়োজন।
ব্রিগেডের মঞ্চ দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে আশ্বাস দিয়ে বললেন, ২০৪৭ সালে ভারতবর্ষের যখন স্বাধীনতার শতবর্ষ উদযাপন হবে তখন ফের একবার দেশের মধ্যে শীর্ষস্থান দখল করবে বাংলা। এখানে মাছ থেকে ভাত, বন্দর, বাণিজ্য সব কিছু রয়েছে, তাও উন্নয়ন হয়নি পশ্চিমবঙ্গের। কিন্তু ভারতীয় জনতা পার্টির শিবির এবং কেন্দ্রীয় সরকার বাংলার সার্বিক উন্নয়ন ফেরাতে কাজ করবে। একইসঙ্গে কলকাতার সংস্কৃতিকে সুরক্ষিত রেখে তাকে ভবিষ্যতের শহর বানানোর প্রক্রিয়া শুরু করবে ভারতীয় জনতা পার্টি। তিনি আরো বলেন, এখন বাংলায় সবার অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু বিজেপি ক্ষমতায় এলে সকলে তাদের অধিকার ফেরত পাবেন। এর পাশাপাশি সাধারণ মানুষের তথা বাংলার মানুষের মন জিততে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দেন, বাংলার মানুষের উন্নতির জন্য ২৪ ঘন্টা কাজ করবেন তিনি, প্রতিমুহূর্তে কাজের মধ্য দিয়ে সকলের মন জেতার চেষ্টা করবেন তিনি।
আরও পড়ুন: ‘দীর্ঘ রাজনৈতিক জীবনে এত বড় সভা দেখিনি’, ব্রিগেডে এসে চমকে গেছেন মোদী
প্রধানমন্ত্রী আরও জানান, আসল পরিবর্তন আনতে হবে বাংলায় সেই কারণে এখানে চাই বিজেপি সরকার। তবে ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র ক্ষমতা বদল চায় না, চাই বাংলায় উন্নয়ন কেন্দ্র সরকার গড়তে। এই ক্ষেত্রে সাধারণ মানুষকে মনে রাখতে হবে তাদের অধিকার এবং উন্নয়ন কিভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে। কিভাবে তাদের সঙ্গে বারংবার বিশ্বাসঘাতকতা করা হয়েছে।