অত্যাচারীদের বিরুদ্ধে গর্জে ওঠার ডাক, শহিদ দিবসে টুইট মমতা-অভিষেকের

অত্যাচারীদের বিরুদ্ধে গর্জে ওঠার ডাক, শহিদ দিবসে টুইট মমতা-অভিষেকের

কলকাতা: আজ সারা দেশজুড়ে শহিদ দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস৷ সেই উপলক্ষে বুধবার সকালেই টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ টুইটে তিনি লেখেন, “১৯৯৩ সালে এই দিনেই শহিদ হয়েছিলেন ১৩ জন৷ তাঁদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাই। আজ দুপুর ২টোয় শহিদদের শ্রদ্ধা জানাতে ভার্চুয়াল সভায় যোগ দেওয়ার জন্য সকলকে আমন্ত্রণ। অমানবিক অত্যাচার যারা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে তৃণমূল জোর গলায় আওয়াজ তুলবে।’’  

আরও পড়ুন- শহিদ শ্রদ্ধাঞ্জলী নিয়ে দ্বিবিভক্ত BJP, ভরবে তো হেস্টিংসের অফিস?

আজ ভার্চুয়ালি জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা৷ যা নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷ বিধানসভায় বিপুল জয়ের পর তৃণমূলের লক্ষ্য এখন ‘দিল্লি’৷ রাজধানীতে এবার শহিদ দিবস পালিত হবে৷ পালন করবেন তৃণমূল সাংসদরা৷ পাশাপাশি জেলায় জেলায় চলবে এই কর্মসূচি৷ তবে করোনা পরিস্থিতিতে গত বছরের মতো এবারও ভার্চুয়ালি শহিদ দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস৷ গতকাল থেকেই চলছে প্রস্তুতি৷ আপাতত শেষ মুহূর্তের তৈয়ারি৷ উল্লখ্য, ১৯৯৩ সালের ২১ জুলাই কলকাতার রাজপথে রাইটার্স ভবন অভিযানকে কেন্দ্র করে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল ১৩ জন যুব কংগ্রেস কর্মীর। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন রাজ্য যুব কংগ্রেসের সভানেত্রী। সেই থেকে প্রতিবছর ২১ জুলাই দিনটিকে শহিদ দিবস হিসেবে পালন শুরু৷ 

আরও পড়ুন- এবার থেকে দৈনিক টিকিট কেটে ওঠা যাবে লোকালে, নয়া নিয়ম শিয়ালদহ শাখায়

শহিদ দিবস উপলক্ষে ট্যুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি ট্যুইটে লেখেন, ‘‘ ১৯৯৩-এর সেই যন্ত্রণাদায়ক স্মৃতি এখনও টাটকা। তৎকালীন সরকারের অমানবিক নিষ্ঠুরতার শিকার হয়েছিলেন ১৩ জন কর্মী। কোনও দিনও তা ভোলা যাবে না।’’ এই বছর শহিদ দিবসকে জাতীয় স্তরে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে তৃণমূল৷ যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 16 =