শহিদ শ্রদ্ধাঞ্জলী নিয়ে দ্বিবিভক্ত BJP, ভরবে তো হেস্টিংসের অফিস?

শহিদ শ্রদ্ধাঞ্জলী নিয়ে দ্বিবিভক্ত BJP, ভরবে তো হেস্টিংসের অফিস?

কলকাতা:  আজ সারা দেশ জুড়ে ২১ জুলাই পালনের কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস৷ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে অনুষ্ঠান৷ কিন্তু আজ তৃণমূলকে টক্কর দিতে এই প্রথম পাল্টা শহিদ শ্রদ্ধাঞ্জলী দিবস কর্মসূচি পালনের ডাক দিয়েছে ভারতীয় জনতা পার্টি৷ যা নিয়ে দলের মধ্যেই তৈরি হয়েছে দ্বিমত৷ দ্বিবিভক্ত গেরুয়া শিবির৷ 

আরও পড়ুন- এবার থেকে দৈনিক টিকিট কেটে ওঠা যাবে লোকালে, নয়া নিয়ম শিয়ালদহ শাখায়

হেস্টিংসের অফিসে বিজেপি’র কর্মসূচির দায়িত্ব পালন করবেন শুভেন্দু অধিকারী৷ বেলা দেড়টা থেকে শুরু হবে কর্মসূচি৷ উপস্থিত থাকবেন রাজ্যের অন্যান্য নেতারাও৷ কিন্তু এই শহিদ শ্রদ্ধাঞ্জলী দিবস নিয়ে মতবিভেদ তৈরি হয়েছে মুরলিধর সেন লেনের অন্দরে৷ অনেকেই মনে করছেন এই কর্মসূচি তৃণমূল কংগ্রেসের দেখাদেখি শুরু করা হল৷ অনেকে আবার বলছেন তৃণমূল থেকে আসা নেতার হাত ধরেই এই কর্মসূচির সূচনা করতে হবে? বিজেপি নেতার কি অভাব পড়েছিল?  

এদিকে আজকের কর্মসূচি সফল করতে হেস্টিংসের অফিস ভরাতে সকলের উপস্থিতির ফরমান জারি করা হয়েছে৷ কিন্তু এই কর্মসূচিকে কেন্দ্র করে যে ফাটল তৈরি হয়েছে, তাতে হেস্টিংসের অফিস ভরবে কিনা, তা নিয়ে অনেকেই সন্দিগ্ধ৷ অন্যদিকে আজ দিল্লির রাজঘাটে দিলীপ ঘোষের নেতৃত্বে ধরনার বসার কথা ছিল বিজেপি’র বেশ কিছু সাংসদের৷ কিন্তু দলের মতানৈক্যের জেরে সেই সূচি বাতিল করে রাজ্য সভাপতিকে হেস্টিংয়ের অফিসে ভার্চুয়ালি ভাষণ দিতে বলা হয়েছে৷ তৃণমূল কংগ্রেসের আমলে ১৮০ জন নিহত বিজেপি কর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়েই বিজেপি’র আজকেই এই কর্মসূচি৷ 

আরও পডুন- মুকুল-রথ থামাতে এবার আদালতে যাচ্ছেন শুভেন্দু

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতার কথায়, দিলীপ ঘোষ ঠিক মতো পরিচালনা করতে পারছে না দলকে৷ তাই তাঁকে ছাপিয়ে উঠে আসছেন শুভেন্দু অধিকারী৷ অন্যদিকে দিলীপ অনুগামীদের বক্তব্য, রাজ্য সভাপতির অনুপস্থিতিতে দলকে ভুল বুঝিয়ে ভুল পথে পরিচালনা করা হচ্ছে৷ সেটা হতে দেব না৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − six =