বালুরঘাট: কোভিডের বাড়বাড়ন্ত নিয়ে বালুরঘাটের সভা থেকে ফের কেন্দ্রকে তুলোধোনা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রীয় সরকারকে অপদার্থ বলেও তীব্র কটাক্ষ করলেন তিনি৷ মমতার কথায়, পাঁচ-ছয় মাস আগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন কোভিড চলে গিয়েছে৷ তবে নতুন করে কোভিড হল কেন? কেন এতদিনে সকলকে টিকা দেওয়া হল না? প্রশ্ন তোলেন তিনি৷
আরও পড়ুন- আপনাদের কিছু হওয়ার আগে যেন আমার হয়: মমতা
এদিন মমতা আরও বলেন, করোনা মোকাবিলায় এতদিন কোনও পরিকল্পনা নেয়নি কেন্দ্রের সরকার৷ পাঁচ-ছয় মাস যখন কোভিড ছিল না, তখন টিকা দেওয়া উচিত ছিল৷ অথচ এখন নির্বাচনের সময় লক্ষ লক্ষ লোক বাইরে থেকে বাংলায় নিয়ে আসছে৷ তাদের সেনার মতো ছেড়ে দেওয়া হয়েছে৷ যারা বিজেপি’র হয়ে প্রচার করে বেড়াচ্ছে৷ সেই সঙ্গে কোভিডও ছড়াচ্ছে৷ তিনি আরও বলেন, একদিকে বিজেপি, অন্যদিকে রয়েছে বামফ্রন্ট৷ বামেদের ভোট দিয়ে কী হবে? তাঁর কথায়, বামেরা না ঘরকা, না ঘাটকা৷ কিন্তু তৃণমূলকে ভোট দিলে ক্ষমতায় আসবে৷ বামেদের ভোট দিলে ওরা বিজেপি’র সঙ্গে হাত মেলাবে৷
আরও পড়ুন- ডবল ইঞ্জিন নয়, কাজ করেছে বেঙ্গল ইঞ্জিন, মোদীকে খোঁচা মমতার
তিনি তোপ দেগে আরও বলেন, বিজেপি বাংলার সভ্যতা, সংস্কৃতি নষ্ট করে দিচ্ছে৷ বাংলা ভাষাকে অসম্মান করছে৷ বাংলাকে গুজরাত বানাতে চাইছে৷ এর বিরুদ্ধেই আমাদের লড়াই৷ বিজেপি মতুয়াদের সভায় গিয়ে এনআরসি করার কথা বলে৷ আর রাজবংশীদের কাছে গিয়ে বলে এনআরসি করব না৷ বিজেপি ভিন্ন জায়গায় ভিন্ন কথা বলে৷ ওদের কথায় আর কাজে কোনও মিল নেই৷ বামফ্রন্ট কোনও দিন কিছু করেনি আর বিজেপি কোনও দিন কিছু করবে না৷ সব উদ্বাস্তুদের নিঃশর্তে জমির দলিল করে দিয়েছে তৃণমূল সরকার৷