চরম অপদার্থ কেন্দ্রের সরকার, কোভিড ইস্যুতে তুলোধোনা মমতার

চরম অপদার্থ কেন্দ্রের সরকার, কোভিড ইস্যুতে তুলোধোনা মমতার

বালুরঘাট:  কোভিডের বাড়বাড়ন্ত নিয়ে বালুরঘাটের সভা থেকে ফের কেন্দ্রকে তুলোধোনা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রীয় সরকারকে অপদার্থ বলেও তীব্র কটাক্ষ করলেন তিনি৷ মমতার কথায়, পাঁচ-ছয় মাস আগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন কোভিড চলে গিয়েছে৷ তবে নতুন করে কোভিড হল কেন? কেন এতদিনে সকলকে টিকা দেওয়া হল না? প্রশ্ন তোলেন তিনি৷ 

আরও পড়ুন- আপনাদের কিছু হওয়ার আগে যেন আমার হয়: মমতা

এদিন মমতা আরও বলেন, করোনা মোকাবিলায় এতদিন কোনও পরিকল্পনা নেয়নি কেন্দ্রের সরকার৷ পাঁচ-ছয় মাস যখন কোভিড ছিল না, তখন টিকা দেওয়া উচিত ছিল৷ অথচ এখন নির্বাচনের সময় লক্ষ লক্ষ লোক বাইরে থেকে বাংলায় নিয়ে আসছে৷ তাদের সেনার মতো ছেড়ে দেওয়া হয়েছে৷ যারা বিজেপি’র হয়ে প্রচার করে বেড়াচ্ছে৷ সেই সঙ্গে কোভিডও ছড়াচ্ছে৷ তিনি আরও বলেন, একদিকে বিজেপি, অন্যদিকে রয়েছে বামফ্রন্ট৷ বামেদের ভোট দিয়ে কী হবে? তাঁর কথায়, বামেরা না ঘরকা, না ঘাটকা৷ কিন্তু তৃণমূলকে ভোট দিলে ক্ষমতায় আসবে৷ বামেদের ভোট দিলে ওরা বিজেপি’র সঙ্গে হাত মেলাবে৷    

আরও পড়ুন- ডবল ইঞ্জিন নয়, কাজ করেছে বেঙ্গল ইঞ্জিন, মোদীকে খোঁচা মমতার

তিনি তোপ দেগে আরও বলেন, বিজেপি বাংলার সভ্যতা, সংস্কৃতি নষ্ট করে দিচ্ছে৷ বাংলা ভাষাকে অসম্মান করছে৷ বাংলাকে গুজরাত বানাতে চাইছে৷ এর বিরুদ্ধেই আমাদের লড়াই৷ বিজেপি মতুয়াদের সভায় গিয়ে এনআরসি করার কথা বলে৷ আর রাজবংশীদের কাছে গিয়ে বলে এনআরসি করব না৷ বিজেপি ভিন্ন জায়গায় ভিন্ন কথা বলে৷ ওদের কথায় আর কাজে কোনও মিল নেই৷ বামফ্রন্ট কোনও দিন কিছু করেনি আর বিজেপি কোনও দিন কিছু করবে না৷ সব উদ্বাস্তুদের নিঃশর্তে জমির দলিল করে দিয়েছে তৃণমূল সরকার৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডবল ইঞ্জিন নয়, কাজ করেছে বেঙ্গল ইঞ্জিন, মোদীকে খোঁচা মমতার

ডবল ইঞ্জিন নয়, কাজ করেছে বেঙ্গল ইঞ্জিন, মোদীকে খোঁচা মমতার

বালুরঘাট:  প্রচারের শেষ লগ্নে বাংলার আকাশে করোনার আস্ফালন৷ প্রতিদিন হু হু করে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা৷ বেড়ে চলা কোভিড পরিস্থিতির মধ্যেই চলছে নির্বাচনী প্রচার৷ বুধবার বালুঘাটে জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ বালুরঘাটের জন্য কী করা হয়েছে তুলে ধরলেন সেই খতিয়ান৷ সেই সঙ্গে মোদীকে দিলেন ‘ইঞ্জিন’ খোঁচা৷ 

আরও পড়ুন- ‘প্রতিবাদের’ মুখ ছিলেন শঙ্খ ঘোষ, নিশানায় ছিল CAA, গর্জেছিলেন শিক্ষক-কৃষকদের হয়ে

নীল বাড়ি দখলে প্রথম থেকেই ডবল ইঞ্জিন সরকারকে হাতিয়ার করেছে বিজেপি৷ কেন্দ্র ও রাজ্যে এক সরকার এনে আসল পরবর্তন আনার ডাক দিয়েছে গেরুয়া দল৷ সেই রেশ টেনেই এদিন মমতা বলেন, শুধু বালুর ঘাট নয়, বাংলা জুড়ে অসংখ্য কাজ করা হয়েছে৷ মোদীর কথায় ডবল ইঞ্জিন নয়, আমাদের সরকার হল বেঙ্গল ইঞ্জিন৷ বেঙ্গল ইঞ্জিন যে কাজ করেছে তা ডবল ইঞ্জিন করতে পারবে না৷  কাজের রেকর্ডে আমরা প্রথম৷ 

তিনি আরও বলেন, বালুরঘাটে সাঁওতালি ভাষার গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে৷ এখানে সুপার স্পেশালিটি হাসপাকাল হয়েছে৷ ন্যায্য মূল্যের দোকান, এসএনসিইউ, এইচডিইউ হয়েছে৷ নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে৷ হিলিতে কলেজ হয়েছে৷ ডাঙাখাড়ির উপর নতুন আন্দোলন সেতু গড়ে তোলা হয়েছে৷ উন্নত হয়েছে যোগাযোগ ব্যবস্থা৷ বালুরঘাট নদী উৎকর্ষ কেন্দ্র৷ এখানে বালুছায়া হয়েছে৷ নারী সুরক্ষায় হয়েছে মহিলা থানা৷ হয়েছে কৃষক মান্ডি৷ স্টেডিয়ামকেও নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে৷ এছাড়াও আরও নানা কাজ হয়েছে৷ 

আরও পড়ুন- ঝুলিতে অসংখ্য পুরস্কার নিয়েও চিরকাল ছিলেন নিরবেই, জীবন স্মরণীতে শঙ্খ ঘোষ

তিনি আর বলেন, বালুছায়া বলুন বা আন্দোলন সেতু প্রত্যেকটা নামকরণ নিজে করেছি৷ এক সময় কুমারগঞ্জকে কেন্দ্র করে বালুরঘাটে আন্দোলন হয়েছিল৷ সেই আন্দোলনে ছাত্রছাত্রীদের পাশে আমি এসে দাঁড়িয়েছিলাম৷ এখানে একলাখী বালুরঘাট ট্রেনটিও আমার দেওয়া৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *