আপনাদের কিছু হওয়ার আগে যেন আমার হয়: মমতা

আপনাদের কিছু হওয়ার আগে যেন আমার হয়: মমতা

বালুরঘাট: ২০১৯ লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজেকে চৌকিদার বলে পরিচয় দিয়েছিলেন। একে একে বিজেপির প্রায় সমস্ত নেতা এবং মন্ত্রী থেকে শুরু করে কর্মী এবং সমর্থক সকলেই নিজেদের চৌকিদার বলে পরিচয় দিত। বার্তা দেওয়ার চেষ্টা হয়েছিল যে দেশবাসী নিশ্চিন্তে থাকুক কারণ চৌকিদার জেগে আছে। এবার ২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভার আবহে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে পাহারাদার বলে অভিহিত করলেন। রাজ্যবাসীকে আশ্বাস দিয়ে বললেন, “আমি আপনাদের সবচেয়ে বড় পাহারাদার”। মূলত করোনাভাইরাস পরিস্থিতির প্রসঙ্গেই এমন মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।

এদিন বালুরঘাট থেকে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “নিশ্চিন্তে থাকুন এবং নিশ্চিন্তে ঘুমোন, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আপনাদের কোন কিছু হওয়ার আগে যেন আমার হয়। আমি আপনাদের সবচেয়ে বড় পাহারাদার, আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি আপনাদের পাহারা দিয়ে।” একদিকে লাগামছাড়া করোনা ভাইরাস সংক্রমণ, অন্যদিকে বিজেপির বাড়বাড়ন্ত, দুইয়ে মিলে এখন বেশ কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বয়ং। ইতিমধ্যেই তিনি ভাইরাস সংক্রমণের জন্য দায়ী করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারকে। দাবি করেছেন যে বাইরে থেকে বহিরাগতদের নিয়ে এসে রাজ্যে ভাইরাস সংক্রমণ বৃদ্ধি করাচ্ছে তারা। সেই প্রেক্ষিতেই এবার তিনি নিজেকে সকলের পাহারাদার বলে রাজ্যবাসীকে আশ্বস্ত করতে চাইলেন।

 

এদিনই জনসভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন, কেন্দ্রীয় সরকার বছরের শুরুতে বলল করোনাভাইরাস চলে গেছে। যদি চলে গিয়ে থাকে তাহলে এখন আবার কি করে ফিরে এলো, প্রশ্ন করেন তিনি। এই প্রেক্ষিতেই বলেন, নরেন্দ্র মোদী সরকার সাধারণ মানুষের ওপর দোষ চাপিয়ে দিচ্ছে, কিন্তু আসলে তারা বহিরাগত রাজ্যে নিয়ে এসে ভাইরাস সংক্রমণ বাড়াচ্ছে। এক্ষেত্রে মমতার স্পষ্ট বক্তব্য, করোনাভাইরাস মোদীর তৈরি মহামারী, এটা মানুষের তৈরি মহামারী নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *